পাশাপাশি ‘অনেক খেলা বাকি আছে’ বলেও একপ্রকাযুদ্ধ দুই নেতারর হুঁশিয়ারির সুরও শোনা যায় অনুপমের গলায়। সোশ্যাল মিডিয়ায় গতকাল, বৃহস্পতিবার অনুপম এও লেখেন,’ এক এক ব্যাটসম্যানের খেলার ধরন এক এক রকম। সব ব্যাটসম্যানকে এক ধাঁচে ফেললে মুশকিল। চোর মুক্ত বিজেপি চাই।’
আরও পড়ুন: শনিবার শিয়ালদহ থেকে বহু ট্রেন বাতিল! রইল পূর্ণাঙ্গ তালিকা, জেনে বাড়ি থেকে বেরোবেন
advertisement
আর অনুপম হাজরার ‘অনেক খেলা বাকি আছে’ এই মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কার্যত খোঁচা ও বার্তা দিয়ে বললেন,’ ‘উনি ফেসবুকে কি লিখেছেন জানি না। তবে খেলাধুলা করা শরীরের পক্ষে ভাল। উনি অনেকদিন অসুস্থ ছিলেন। খেলতে পারেননি। এখন খেলবেন, তাতে কোনও অসুবিধা নেই।’
আরও পড়ুন: সংসদে স্মোক হামলার ‘মাস্টারমাইন্ড’ ললিত গ্রেফতার, নিজে থানায় গিয়ে করল আত্মসমর্পণ
পাশাপাশি অনুপম হাজরার কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী প্রত্যাহার করা নিয়ে সুকান্ত মজুমদারের কথায়,’ কারা কারা নিরাপত্তা পাবেন এই বিষয়টি পুরোপুরি আইবি ডিপার্টমেন্ট দেখে। স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে সুপারিশ করে। কাউকে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দেওয়া হবে কি না হবে এটা একান্তই স্বরাষ্ট্র মন্ত্রকের বিষয়। আমি যখন রাজ্য বিজেপি সভাপতি হয়েছিলাম আমিও অনেকদিন কেন্দ্রীয় নিরাপত্তা বেষ্টনির মধ্যে ছিলাম না। পরবর্তীকালে আমি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পেয়েছি। পরবর্তীকালে আইবি ডিপার্টমেন্ট আমার জীবনের ঝুঁকি রয়েছে বলে মনে করায় আমার সুরক্ষায় কেন্দ্র বাহিনী মোতায়েন করেছে।’