আরও পড়ুন: প্রাথমিক দুর্নীতিতে সিবিআই তদন্তই, মানিকেও বহাল একই রায়! হাই কোর্টে রাজ্যের বিপর্যয়
আজ দিল্লিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অনুপম হাজরা বলেন, "যেভাবে সংগঠন চলছে, 'অবকি বার দুশো পার' স্লোগান আগে যেমন ৭৭ আসনেই আটকে গিয়েছে, আবারও সেটাই হবে। এই সংগঠন দিয়ে কিছুই হবে না। এরপরেও যদি কখনও ক্ষমতায় আসে, তাহলে বুঝতে হবে সাধারণ মানুষের তৃণমূলের প্রতি বিতৃষ্ণার জন্য ক্ষমতায় এসেছে, বিজেপির সংগঠনের কারণে নয়।" বৈদিক ভিলেজ রিসর্টে দলের তিনদিনের চিন্তন শিবিরে আমন্ত্রণ না জাননো নিয়ে অনুপম বলেন, সেখানে উপস্থিত থাকতে পারলে দলের ভুলত্রুটি তুলে ধরতেন তিনি। সেই কারণেই তাঁকে ডাকা হয়নি। একইসঙ্গে অনুপম হাজরা বলেন, "ক'দিন আগে বীরভূমের বোলপুরে বহিরাগত ৫০ জনকে এনে বাইক মিছিল করা হয়েছে। কিন্তু, বোলপুর আমার এলাকা হলেও আমাকে জানানোরও প্রয়োজন মনে করা হয়নি।" মূলত এদিন তাঁর ক্ষোভের লক্ষ্য ছিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন: জমা পড়েছে রিপোর্ট, পরিস্থিতি ভাল নয়, শুরু হল বন্দরের রাস্তা সংস্কারের কাজ!
তিনি বলেন, "রাজ্য বিজেপির সভাপতির মধ্যে ব্যক্তিত্ব থাকার প্রয়োজন। কিন্তু ওনার তা নেই। সভাপতি যদি 'সংগঠন বাবু'র কথায় ওঠেন বসেন তাহলেই মুশকিল। আর তাই হচ্ছে।" চিন্তন শিবিরে ডাক না পাওয়ায় দলের রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। গতকাল তিনি বলেন, "আমার কাছে কোনও আমন্ত্রণপত্র আসেনি। কেন আসেনি, বাংলায় দলের পদাধিকারীরা সে সম্পর্কে ব্যাখা দিতে পারবেন। যিনি আমন্ত্রণের দায়িত্বে ছিলেন, তিনিই এ বিষয়ে বিস্তারিত ব্যাখা দিতে পারবেন। আমি এই বিষয়ে কিছুই জানি না। আমি বিষয়টি টিভিতে দেখলাম।"
তিনি আরও বলেন, "দলে ক্ষোভ-বিক্ষোভ নিয়ে অনেকদিন ধরেই কথা হচ্ছে। আমার মনে যা ছিল, আমি সময়ে সময়ে জানিয়েছি। বাকিরা প্রকাশ করবেন, না মনে রখে দেবেন, সেটা তাঁদের ব্যাপার।" আমন্ত্রণ পাওয়ার পরেও কেন সেই সমস্ত নেতারা উপস্থিত হননি, তা দেখা উচিত বলে মনে করেন অনুপম হাজরা।