তারপর সিবিআই অনুব্রত মণ্ডলের নিরাপত্তা রক্ষীদের তিনজনের মোবাইল ফোন নিয়ে ওই নাম্বার গুলিতে ফোন করে।তাতেও কেউই ওই মোবাইল নম্বর চিনতে পারেনি। সিবিআই এর ধারণা ছিল অনুব্রত মণ্ডল মোবাইল ফোনে কথা বলার জন্য প্রায়ই নিরাপত্তা রক্ষীদের ফোন ব্যবহার করে।কোনো ভাবে তদন্তের প্রথম দিনে কাউকে নম্বর চেনাতে সমর্থ হয়নি সিবিআই।
আরও পড়ুন: আরও এক তৃণমূল বিধায়ককে ডাক সিবিআই-এর! কে তিনি? কেনই বা ডাক পড়ল?
advertisement
বৃহস্পতিবার এই পর্যন্তই তদন্ত করে ছেড়ে দেয় অনুব্রতকে। কার্যত আজ সিবিআই কোনো ভাবে সফল হতে পারেনি। তবে ওর আর এক নিরাপত্তা রক্ষী সেহেগলের দিকে নজর রয়েছে সিবিআই এর।সেহেগালের বাড়িতে গতকাল থেকে অন্য একটি মামলার জন্য জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালাচ্ছে সিবিআই। গোয়েন্দাদের ধারণা সেহেগাল হোসেন অনুব্রত মন্ডলের ডান হাত।তার মোবাইল নম্বর থেকেই অনুব্রত মণ্ডল কথা বলতেন।কারণ অনুব্রত খুব ভালো জানেন।তার সাম্রাজ্য নিয়ে একদিন আইনি জটিলতা তৈরি হবেই।তার জন্য তিনি সচরাচর নিজের মোবাইল ফোন ব্যবহার করতেন না বলে ধারণা গোয়েন্দাদের।
আরও পড়ুন: মাধ্যমিকের মেধাতালিকায় জেলার জয়জয়কার! চমক পূর্ব মেদিনীপুরের, কোচবিহারের
ইলাম বাজারে ২ মে ২০২১ সালে ভোট পরবর্তী হিংসার সময়,গৌরব সরকার খুনে নাম জড়িয়েছে অনুব্রতর।সিবিআই এর মামলায় ওর নাম রয়েছে।সেই দিন অনুব্রত সরাসরি না গেলেও,তিনি নাকি ফোনের মারফত নির্দেশ দিয়েছিলেন বলে অভিযোগ।সেই সন্দেহে তার ও তার ঘনিষ্ট লোকেদের মোবাইল ফোন,ঘেঁটে দেখছে সিবিআই। তবে বৃহস্পতিবার অনুব্রতর কাছ থেকে সিবিআই তেমন কোনো প্রমাণ পায়নি।