শনিবার রাজ্য সভাপতি সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে ২৬ এর বিধানসভা ভোটের আগে তৃণমূলের মেগা সমাবেশ এবং ২১ জুলাইয়ের বার্ষিক সমাবেশ ঘিরে প্রস্তুতি বৈঠক ছিল। জানা গিয়েছে, এই বৈঠকের ফাঁকেই বীরভূমের নেতাদের নিয়ে পৃথক বৈঠক করেন তৃণমূল নেতৃত্ব৷ সেখানে অডিও-কাণ্ড নিয়ে অনুব্রতকে বকা দেওয়া হয় বলেও খবর৷ কিন্তু, এখানেই শেষ নয়৷
advertisement
জানা গিয়েছে, বীরভূম নিয়ে বিশেষ বৈঠকে কাজল শেখ একাধিক নেতার নাম বলেছেন৷ কাজল শেখ নাম ধরে ধরে দাবি করেছেন যে, এই সমস্ত নেতারা অনুব্রতর সাথে মিলে কাজে অসুবিধা সৃষ্টি করছে৷ এরপরেই নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আগামী ২১ জুন কোর কমিটির বৈঠক শেষের পরে বীরভূমের জেলার সব নেতাদের নিয়ে ওই দিন বিকেলেই আলাদা মিটিং হবে৷ সেখানেই বীরভূম তৃণমূল নেতৃত্বের যাবতীয় ক্ষোভবিক্ষোভ নিয়ে আলোচনা হবে৷
ভাইরাল অডিও কাণ্ডের পরে প্রথমবার শনিবার দলের শীর্ষ নেতৃত্বর মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। আসলে বীরভূমের সাংগঠনিক দায়িত্বে থাকা কোর কমিটিকে ডাকা হয়েছিল ২১ জুলাইয়ের প্রস্তুতি বৈঠকে। সুব্রত বক্সির ভবানীপুরের বাড়িতে আয়োজিত ওই বৈঠকে বীরভূমের কোর কমিটির সদস্য হিসাবে হাজির ছিলেন অনুব্রতও।
আরও পড়ুন: ভারতের কাছে ক্ষমা চাইতে বাধ্য হল ইজরায়েল! এমন কাজ কী করে করল…ছি ছি করছে সবাই
বৈঠকের পরে কাজল এবং অনুব্রতের সঙ্গে আলাদা করে কথা বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব৷ রাখা হয়েছিল আশিস বন্দ্যোপাধ্যায়কেও৷ প্রায় ২০ মিনিট ধরে চলে সেই বৈঠক৷
জানা গিয়েছে, অনুব্রতকে বলা হয়েছে, ‘‘দল অনেক ভেবে চিন্তে চলে। ভাবনা চিন্তা করেই কোর কমিটি গড়ে দেওয়া হয়েছে। কোর কমিটির সবাইকে একসাথেই চলতে হবে। সামনে ভোট এমন আচরণ করা যাবে না। ক্ষোভ বিক্ষোভ থাকলে আমাদের বলুন। কিন্তু প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে মুখ খোলা যাবে না।’’ সূত্রের খবর, এদিন অনুব্রত ফের জানিয়েছেন তিনি লজ্জিত।