TRENDING:

একুশের সমাবেশে 'অ্যাবসেন্ট' অনুব্রত! আসল কারণ কী? শুরু জল্পনা, মুখ খুললেন কাজল শেখ

Last Updated:

Anubrata Mondal: নেই কেষ্ট, আছেন কাজল! তৃণমূলের একুশের মহা সমাবেশে কেন 'অ্যাবসেন্ট' অনুব্রত? মুখ খুললেন কাজল শেখ...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: তৃণমূলের দোর্দণ্ডপ্রতাপ নেতা হিসেবে নাম-ডাক বরাবরই।এমনকী তিনি জেলে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বার বার শোনা গিয়েছে কেষ্টর নাম। আর সেই অনুব্রত মণ্ডলকেই দেখাই গেল না একুশের মঞ্চের ধারে কাছে।
কাজল শেখ
কাজল শেখ
advertisement

সূত্রের খবর, ২০ জুলাই কলকাতায় পৌঁছে গিয়েছিলেন অনুব্রত মণ্ডল। তবে সোমবার সভাস্থলে তাঁকে দেখা যায়নি। এরপরই ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন অনুব্রত, তা ঘিরেই বেড়েছে জল্পনা। কী বলছেন বীরভূমের জেলা তৃণমূলের কোর কমিটির প্রধান কাজল শেখ?

আরও পড়ুন: ফেটে পড়বে রং…! রাতে ঘুমানোর আগে এই ‘তিন’ জিনিস মুখে লাগান, এক রাতেই দেখুন তফাৎ, ম্যাজিক ফল, গ্যারান্টি!

advertisement

কাজল শেখ এদিন নিউজ 18 বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, “এত বড় মঞ্চ। এত মানুষ। এত সেলিব্রিটি। এত নেতা। সেখানে কে এল, কে গেল নজর করিনি। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। রণে বনে জলে জঙ্গলে যেখানেই উনি ডাকবেন আমি তো থাকবই। আপনাদের কাছে শুনলাম, উনি আসেননি। আমি দেখিনি কিছু। আমরা অনেকেই ছিলাম তো।”

advertisement

একইসঙ্গে এদিন কাজল শেখ জানান ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগের আগাম প্রস্তুতিতে এবার বীরভূম জেলা থেকেই শুরু হবে দলের ভাষা আন্দোলন। তিনি বলেন, “আমাদের দলের সমস্ত নেতা-কর্মীরা হাজির থাকবেন এই উপলক্ষে।

আরও পড়ুন: কাউন্টার থেকে টিকিট পাবেন শুধু ‘এঁরা’…! কীভাবে এবং কারা পাবেন? ভারতীয় রেলের নতুন নিয়ম, অবশ্যই জানুন!

advertisement

প্রসঙ্গত, ২০ জুলাই বিকেলে ধর্মতলায় দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলকে। তারপরই কার্যত তিনি উধাও হয়ে যান। একুশের সমাবেশের মূল মঞ্চে কাজল শেখকে দেখা গেলেও, দেখা যায়নি বীরভূমের কেষ্টকে। আগের দিন বিকেলে সভাস্থল থেকে সেই যে উধাও হলেন, পরের দিন আর কোথাও দেখা গেল না বীরভূমের একদা বেতাজ বাদশাকে। তবে দিন শেষে রাতে দেখা গেল তাঁর ফেসবুক পোস্ট। আর সেই পোস্টে ছিল মমতা ও অভিষেকের একগুচ্ছ ছবি।

advertisement

আরও পড়ুন: মুহূর্তে নামিয়ে দেয় তেঁতুল বিছের ‘বিষ’…! এই গাছের পাতার ‘গুঁড়ো’ অব্যর্থ, শুনলেই চমকাবেন ‘নাম’!

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তিহাড় থেকে ফেরার পর বদলে গিয়েছে অনেক কিছুই। বীরভূমের আর সভাপতি হতে পারেননি অনুব্রত। এর মধ্যে আবার ফোনে কুকথা-কাণ্ড। পুলিশকে গালিগালাজ করার অভিযোগ। ক্ষমা প্রার্থনাও করেন কেষ্ট মণ্ডল। তারপর ২১ জুলাইতে তাঁর গরহাজির থাকা। সবমিলিয়ে কেষ্টর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সংশয় দানা বাঁধছে তৃণমূলের অন্দরের মতোই বাংলার রাজ্য রাজনীতিতে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
একুশের সমাবেশে 'অ্যাবসেন্ট' অনুব্রত! আসল কারণ কী? শুরু জল্পনা, মুখ খুললেন কাজল শেখ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল