TRENDING:

এবার ১২ বছর আগের মামলায় বিপদে অনুব্রত মণ্ডল, তলব আদালতের! তুমুল শোরগোল

Last Updated:

Anubrata Mondal: ২০১০ সালের মঙ্গলকোট থানার অন্তর্গত এলাকার ভোটের আগে ঘটে যাওয়া একটি গন্ডগোলের ঘটনা যেখানে আহত হয়েছিলেন একাধিক ব্যক্তি। এই ঘটনায় নাম জড়িয়ে ছিল বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অনুব্রত মণ্ডলকে বিধান নগর এমপি এমএলএ আদালতে তলব। ২০১০ সালে ঘটে যাওয়া ভোটের আগে একটি গন্ডগোলের ঘটনায়। গত ২৫ অগাস্ট বিধাননগর আদালত একটি প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু করে আসানসোল সংশোধনাগার থেকে যাতে বিধাননগর আদালতে অনুব্রত মণ্ডলকে আগামী ১ তারিখ হাজির করা হয়।
অনুব্রত মণ্ডলকে আদালতে তলব
অনুব্রত মণ্ডলকে আদালতে তলব
advertisement

২০১০ সালের মঙ্গলকোট থানার অন্তর্গত এলাকার ভোটের আগে ঘটে যাওয়া একটি গন্ডগোলের ঘটনা যেখানে আহত হয়েছিলেন একাধিক ব্যক্তি। এই ঘটনায় নাম জড়িয়ে ছিল বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডলের। অভিযোগ অনুব্রত মণ্ডলের নেতৃত্বেই ঝামেলা সৃষ্টি হয়েছিল, আর একাধিক ব্যক্তিকে মারধর করা হয়েছিল।

আরও পড়ুন: স্ত্রী, মেয়ে, বোন, ভাগ্নে, সায়গল...অনুব্রত সহ ঘনিষ্ঠদের নামে ১৬২ সম্পত্তির হদিশ! তালিকা তৈরি করল সিবিআই

advertisement

তারপর থেকেই বিধান নগর এমপি এমএলএ আদালতে এই মামলা চলছে। গত ২৫ অগাস্ট বিধান নগর আদালতে একটি অর্ডার পাস হয়। যেখানে নির্দেশ দেওয়া হয় অনুব্রত মণ্ডল যাতে আগামী ১ তারিখ বিধাননগর আদালতে উপস্থিত হন।

আরও পড়ুন: 'পার্থ চট্টোপাধ্যায়ের মৃত্যু পর্যন্ত হতে পারে!' আদালতে বিস্ফোরক দাবি আইনজীবীর! তোলপাড়

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যা নেবেন মাত্র ৫ টাকা! বিজয়ার মিষ্টির সাবেকি স্বাদ পেতে হলে যেতে হবে এখানে, কোথায় জানেন
আরও দেখুন

এদিকে, শুধু নিজের বা নিজের পরিবারের নয়, বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তাঁর আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামেও বিপুল পরিমাণ সম্পত্তি কিনেছিলেন৷ শুরু থেকেই এমন অভিযোগ করে আসছে সিবিআই ৷ এবার অনুব্রত, তাঁর পরিবারের সদস্য ও আত্মীয় এবং ঘনিষ্ঠদের নামে নথিভুক্ত থাকা সম্পত্তির তালিকা তৈরি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷ সেই তালিকা অনুযায়ী, অনুব্রত এবং তাঁর পরিবারের সদস্য, আত্মীয় ও ঘনিষ্ঠদের নামে মোট ১৬২টি নথিভুক্ত সম্পত্তির খোঁজ মিলেছে৷ যা ছড়িয়ে রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগণার মতো বিভিন্ন জেলায়৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
এবার ১২ বছর আগের মামলায় বিপদে অনুব্রত মণ্ডল, তলব আদালতের! তুমুল শোরগোল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল