গত ৬ এপ্রিলও তাঁকে তলব করা হয়। কিন্তু সেই দিন নিজাম প্যালেসে যেতে পারেননি তিনি। অসুস্থ বোধ করায় অনুব্রত ভর্তি হয়েছিলেন এসএসকেএম হাসপাতালে। এপ্রিলের শেষে তিনি সিবিআইকে চিঠি দিয়ে জানান যে, ২১ মে-র পর তিনি জিজ্ঞাসাবাদের জন্য প্রস্তুত। গরুপাচার-কাণ্ড থেকে ভোট পরবর্তী হিংসা, একাধিক বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলকে সিবিআই তলব করেছে। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়েই বারবার হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি।
advertisement
আরও পড়ুন: রাত ২.৫০, এসএসসি অফিসে ঢোকে কেন্দ্রীয় বাহিনী! মাঝরাতে হাই কোর্টের বেনজির নির্দেশ
অবশেষে বৃহস্পতিবার তিনি নিজাম প্যালেসে গিয়ে সিবিআই-এর মুখোমুখি হতে পারেন বলে সূত্রের খবর। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা নাগাদ নিজাম প্যালেসে তিনি যেতে পারেন। চিঠি লিখে তিনি নিজেই সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান বলে জানিয়েছেন। সিবিআই সূত্রে এমনই খবর।
আরও পড়ুন: পার্থকে CBI জেরার মধ্যেই ইস্তফা এসএসসি-র চেয়ারম্যানের! কেন? নতুন দায়িত্বে কে?
এসএসসি নিয়ে যখন প্রবল টানাপোড়েন চলছে, ঠিক তখনই এবার সিবিআই জেরার মুখে অনুব্রত মণ্ডল। যাঁকে জেরা করার জন্য মুখিয়ে রয়েছে সিবিআই। যতবারই জেরা করতে চেয়ে চিঠি দিয়েছে বা তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, ততবারই তা এড়িয়ে গিয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল জেলা সভাপতি। শেষ পর্যন্ত সিবিআই-এর কাছে তিনি নিজেই হাজিরার ইচ্ছে প্রকাশ করেছেন। নিজেই চিঠি দিয়ে জানিয়েছেন সিবিআই হাজিরা দেবেন। তাই আজ সব নজর থাকবে নিজাম প্যালেসে।