হিসেবমতো, আগামী ২ দিনের মধ্যেই ইডির গ্রেফতারির ৬০ দিন সম্পূর্ণ হচ্ছে অনুব্রতর৷ তার মধ্যেও একাধিক শুনানি, ঘটনাবলি ঘিরে ক্রমশই অনুব্রতর জীবনে ঘনিয়ে এসেছে হতাশা৷ বারবার সেই কথা শরীরেও ফুটে উঠেছে৷ এদিন আদালত কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত বলেন, ‘‘মেয়ের সঙ্গে এখনও কথা হয়নি অনুব্রতর। শনিবার কথা হবে।’’
advertisement
সূত্রের খবর, শরীর স্বাস্থ্যও নাকি ভাল নেই কেষ্টর৷ তিহাড়ের চিকিৎসকেরা জানিয়েছেন, অনুব্রতের হার্টের ৭৫ শতাংশ ব্লকেজ রয়েছে। সমস্যা রয়েছে লিভারেও। আদালতে নাকি ইডি অফিসারদের হাত ধরে কাতর আর্জি জানিয়েছেন অনুব্রত। কেষ্টকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিবেক বলে তো কিছু আছে। মেয়েটাকেও গ্রেফতার করলেন! বিবেক বলে কিছু নেই?’’
বাবার গ্রেফতারের ৯ মাসের মধ্যে গ্রেফতার করা হয়েছে মেয়েকে। অনুব্রত মণ্ডলের গ্রেফতারের ৯ মাস পর ইডির হাতে গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যা মণ্ডল। দিল্লির ইডি অফিসে জিজ্ঞাসাবাদের পরে গ্রেফতার করা হয় তাঁকে। ইডি সূত্রে খবর, ইতিমধ্যেই বারংবার জেরার মুখে পড়ে হাউহাউ করে কেঁদে ফেলেছেন সুকন্যা।