অনুব্রতর হয়ে এদিন আদালতে আবেদন করেন আইনজীবী কপিল সিব্বল। আবেদনে বলা হয়েছে, অসুস্থ রয়েছেন অনুব্রত মণ্ডল। অসুস্থতার কথা বিবেচনা করে যাতে তাঁকে দিল্লি নিয়ে যাওয়া না হয়। আগামী বৃহস্পতিবার দিল্লি হাইকোর্টে এই আবেদনের শুনানির সম্ভাবনা। ফলে
আপাতত রাউস অ্যাভিনিউ আদালতের শুনানি হচ্ছে না।
আরও পড়ুন, বসিরহাট গুলিকাণ্ডে আহত পুলিশকর্মীকে নিয়ে বড় আপডেট, কী জানাচ্ছে হাসপাতাল
advertisement
কয়েকদিন আগে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকেও দিল্লিতে জিজ্ঞাসাবাদ করে ইডি। অভিযোগ, অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে ইডি। সুকন্যাকে দিল্লিতে তলব করে ইডি। পরে এই মামলায় চলতি মাসের শুরুতে তদন্তকারীদের মুখোমুখি হন সুকন্যা মণ্ডল।
আরও পড়ুন, বিশ্বকাপে বিরাট অঘটন! আর্জেন্টিনা হেরে গেল সৌদির কাছে, হতাশ মেসি
প্রসঙ্গত, গত ১১ অগাস্ট গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। বোলপুরের বাড়ি থেকে প্রথমে তাঁকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেফতার করে সিবিআই। তার পর কয়েকদিন তদন্তকারী সংস্থার হেফাজতে ছিলেন। পরে অনুব্রতর ঠিকানা হয় আসানসোল সংশোধনাগার। গত সপ্তাহেই অনুব্রতকে টানা জেরা করে ইডি। পরে অনুব্রতকে গ্রেফতারও করে। অন্যদিকে, অনুব্রতর লটারি যোগ নিয়েও তদন্ত শুরু করেছে সিবিআই।
