গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের হাতে আগেই গ্রেফতার হয়েছিলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি। মাঝে, আসানসোলের জেলে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাবাদ করেন ইডি-র আধিকারিকেরা। পরে অনুব্রতকে দিল্লি নিয়ে গিয়ে জেরা করতে চেয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আর্জি জানায় ইডি। সেই শুরু টানাপোড়েন। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। নানা ঘটনা, ঘাত-প্রতিঘাত পেরিয়ে অবশেষে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে আদালতের পোক্ত নির্দেশ এসেছে ইডি-র হাতে। কিন্তু তার পরেও যেন কাটছে না জটিলতা।
advertisement
আরও পড়ুন: দিল্লি যাওয়া আটকাতে মরিয়া অনুব্রত, এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার ভাবনা
দিল্লি যাওয়া আটকাতে গত শনিবার কলকাতা হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন অনুব্রত। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়ে ইডি-কে সবুজ সঙ্কেত দেন বিচারপতি বিবেক চৌধুরী। কিন্তু, এর পাশাপাশি, জানানো হয়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আগে কলকাতার কেন্দ্রীয় কোনও হাসপাতালে তাঁর স্বাস্থ্যপরীক্ষা করাতে হবে। সেই রিপোর্ট পাওয়ার পরেই ইডি-র হাতে তুলে দিতে হবে কেষ্টকে।
আদালতের রায়ের পরে শনিবার সন্ধে নাগাদ এ বিষয়ে আসানসোল জেলে চিঠি পাঠায় ইডি। জানতে চাওয়া হয়, কখন কলকাতার উদ্দেশে অনুব্রতকে রওনা করাবেন জেল কর্তৃপক্ষ। সেই মতো জেল কর্তৃপক্ষও দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারেটের কাছে রিক্যুইজিশন পাঠায়। কিন্তু, তার উত্তরে জেল কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়, অনুব্রত মণ্ডলকে কলকাতার কেন্দ্রীয় হাসপাতালে চেক আপ করিয়ে দিল্লি পৌঁছে দেওয়ার দায়িত্ব রাজ্য পুলিশের নয়। সূত্রের খবর, হাইকোর্টের নির্দেশে কোথাও উল্লেখ করা নেই যে, রাজ্য পুলিশকেই অনুব্রতকে দিল্লি পৌঁছে দিতে হবে।
আরও পড়ুন: পরনে সুতির শাড়ি, পায়ে হাওয়াই চপ্পল! ত্রিপুরার 'দিদি' প্রতিমা ভৌমিকই কি বিজেপির 'মমতা'?
পুলিশের বক্তব্য ইডি-র আধিকারিকদের জানিয়ে দেন জেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে জানানো হয়, জেলের যেহেতু নিজস্ব কোনও বাহিনী নেই, তাই ইডি যেন নিজেই অনুব্রতকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। এদিকে জেল কর্তৃপক্ষের সেই চিঠির উত্তরে ইডি পাল্টা জানায়, অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের নয়। যেভাবে সায়গল হোসেনকে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল, সেভাবেই রাজ্য পুলিশই অনুব্রতকে দিল্লি পৌঁছে দেবে।
কেন্দ্রীয় বাহিনী নিয়ে অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার যে প্রস্তাব জেল কর্তৃপক্ষ মারফত দুর্গাপুর-আসানসোল পুলিশ কমিশনারের তরফে ইডি-কে দেওয়া হয়েছিল, সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী। ফলে এখন অনুব্রতর দিল্লি-যাত্রা নিয়ে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। বেকায়দায় পড়েছে আসানসোল জেল কর্তৃপক্ষ।
ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে আইজি কারা-কে চিঠি দিয়েছেন আসানসোল জেল কর্তৃপক্ষ। সোমবার আসানসোলের বিশেষ CBI আদালতের দ্বারস্থ হওয়ার কথাও ভাবছেন তাঁরা। এদিকে, রাজ্য পুলিশের দায়িত্বে অনুব্রতকে দিল্লি পাঠানোর ব্যবস্থার আবেদন জানিয়ে ইডি-ও সোমবার আসানসোল আদালতে যাবে বলে সূত্রের খবর।
Eeron Roy Barman