TRENDING:

Anubrata Mondal demands CBI investigation: তাঁর নাম করে বিচারককে হুমকি চিঠি, নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত!

Last Updated:

গতকালই জানা গিয়েছিল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: গতকালই তাঁর নাম করে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারককে মাদক মামলায় ফাঁসানোর হুমকি চিঠি দেওয়ার অভিযোগ উঠেছে৷ এবার এই ঘটনার তদন্তে নিজেই সিবিআই তদন্তের দাবি করলেন গরু পাচার কাণ্ডে ধৃত অনুব্রত মণ্ডল৷ আজই তাঁকে ফের আদালতে পেশ করবে সিবিআই৷ তার জন্য সকালবেলাই তাঁকে কলকাতা থেকে নিয়ে আসানসোলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন সিবিআই কর্তারা৷
অনুব্রতর অবাক দাবি!
অনুব্রতর অবাক দাবি!
advertisement

প্রসঙ্গত,  গতকালই জানা গিয়েছিল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছে৷ সেই চিঠিতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে৷ যদিও চিঠির প্রেরক হিসেবে বাপ্পা চট্টোপাধ্যায় নামে যে ব্যক্তির নাম ছিল, তিনি এই চিঠির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন৷

advertisement

আরও পড়ুন: অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার, হুমকি চিঠি পেলেন বিচারক

গতকালই অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, এই চিঠি বিজেপি পাঠিয়েছে৷ এ দিন সকালে নিজাম প্যালেস থেকে বের করার সময় এই বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়৷ তার জবাবে অনুব্রত বলেন, 'আমি জজ সাহেবকে বলব যাঁরা জজ সাহেবের সম্পর্কে এসব বলেছে, আমি সিবিআই তদন্ত চাইব৷'

advertisement

গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই সিবিআই-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূল৷ অনুব্রত নিজেও সিবিআই তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ৷ সেই অনুব্রতই এবার বিচারককে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বসলেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজই অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ এই অবস্থায় আজ অনুব্রতকে নিয়ে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর সবার৷

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal demands CBI investigation: তাঁর নাম করে বিচারককে হুমকি চিঠি, নিজেই সিবিআই তদন্ত চাইলেন অনুব্রত!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল