প্রসঙ্গত, গতকালই জানা গিয়েছিল আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছে৷ সেই চিঠিতে বলা হয়েছে, অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারকে মাদক মামলায় ফাঁসানো হবে৷ যদিও চিঠির প্রেরক হিসেবে বাপ্পা চট্টোপাধ্যায় নামে যে ব্যক্তির নাম ছিল, তিনি এই চিঠির বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন৷
advertisement
আরও পড়ুন: অনুব্রতকে জামিন না দিলে মাদক মামলায় ফাঁসবে পরিবার, হুমকি চিঠি পেলেন বিচারক
গতকালই অনুব্রত মণ্ডল দাবি করেছিলেন, এই চিঠি বিজেপি পাঠিয়েছে৷ এ দিন সকালে নিজাম প্যালেস থেকে বের করার সময় এই বিষয়ে অনুব্রত মণ্ডলকে প্রশ্ন করা হয়৷ তার জবাবে অনুব্রত বলেন, 'আমি জজ সাহেবকে বলব যাঁরা জজ সাহেবের সম্পর্কে এসব বলেছে, আমি সিবিআই তদন্ত চাইব৷'
গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর থেকেই সিবিআই-এর বিরুদ্ধে আন্দোলনে নেমেছে তৃণমূল৷ অনুব্রত নিজেও সিবিআই তদন্তে সহযোগিতা করছেন না বলে অভিযোগ৷ সেই অনুব্রতই এবার বিচারককে হুমকি চিঠি পাঠানোর ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে বসলেন৷
আজই অনুব্রত মণ্ডলের ১৪ দিনের সিবিআই হেফাজত শেষ হচ্ছে৷ এই অবস্থায় আজ অনুব্রতকে নিয়ে আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই নজর সবার৷