কলকাতা হাইকোর্ট সেই আবেদন খারিজ করে অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল। এরপর হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা করে সিবিআই। সুপ্রিম কোর্ট সেই মামলায় ফের কলকাতা হাইকোর্টে আবেদন করার নির্দেশ দিল সিবিআইকে।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীকে ফলো? রাতের কাঁথিতে ভয়ানক কাণ্ড! দুই যুবককে ঘিরে বড় রহস্য
ভোট পরবর্তী হিংসা মামলায় নিজেদের হেফাজতে নিতে চাইছে সিবিআই। তাই তারা আবেদন করেছে সুপ্রিম কোর্টে। এই মামলায় অনুব্রত মণ্ডলকে রক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সেটাকেই চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যায় সিবিআই। বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি বিভি নাগারত্নের ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে।
advertisement
আরও পড়ুন: 'সুব্রত চট্টোপাধ্যায়কে চাই', অমিতাভে অনাস্থা! বঙ্গ বিজেপিতে ফের প্রবল কোন্দল
সিবিআই সূত্রে খবর, গত ফেব্রুয়ারি মাসে ভোট পরবর্তী হিংসা মামলায় অনুব্রত মণ্ডলকে একাধিকবার তলব করা হয়েছিল। কিন্তু তখন হাজিরা এড়িয়ে যান তিনি। পরে গ্রেফতারের আশঙ্কায় রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টে যান। আদালত তদন্তে সহযোগিতা করতে হবে অনুব্রতকে বলে নির্দেশ দেয়। আর সিবিআই তাঁকে গ্রেফতার করতে পারবে না বলেও অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন করে সিবিআই। সেখানে বলা হয়, অনুব্রতের রক্ষাকবচ আগাম জামিনের সমান। তাই রক্ষাকবচ খারিজ করার আর্জি জানান। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টে পাঠাল সুপ্রিম কোর্ট।