TRENDING:

Anubrata Mondal: অনুব্রত মণ্ডলেকে জামিন দিল সুপ্রিম কোর্ট! মানতে হবে দু'টি শর্ত, ছাড়া পাবেন কবে?

Last Updated:

Anubrata Mondal: সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রত মণ্ডলকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: গরু পাচার মামলায় অবশেষে বীরভূমের জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে জামিন দিল সুপ্রিম কোর্ট। গরু পাচার মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন ‘কেষ্ট’। কী শর্ত? সুপ্রিম কোর্টের নির্দেশ, অনুব্রতকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং তাঁকে পাসপোর্ট জমা রাখতে হবে। প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট গরু পাচার মামলায় গ্রেফতার হন অনুব্রত।
অবশেষে জামিন অনুব্রতর
অবশেষে জামিন অনুব্রতর
advertisement

সুপ্রিম কোর্টের বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ গরু পাচার সংক্রান্ত সিবিআই মামলায় জামিন দিল অনুব্রতকে। একইসঙ্গে জামিনের অন্যতম শর্ত হিসেবে বলা হয়েছে, কোনও অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত। কোনও ভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না।

তবে সিবিআই মামলায় জামিন হলেও ইডির মামলায় মেলেনি জামিন। আর সে কারণেই এখনই জেলমুক্তি নয় কেষ্টর।

advertisement

সুপ্রিম কোর্ট জানিয়েছে, জামিনের অন্যতম শর্ত, কোনও অবস্থাতেই তদন্তকে প্রভাবিত করবেন না অনুব্রত মণ্ডল। কোনও ভাবেই প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে পারবেন না। শুধু তাই নয়, অনুব্রত মন্ডল নিম্ন আদালতের মামলা অনাবশ্যক দীর্ঘ করার জন্য কোনও আবেদন করতে পারবেন না।

প্রসঙ্গত, ২০২২ সালের ১১ অগাস্ট বীরভূমের নীচুপট্টি এলাকায় নিজের বাড়ি থেকেই গ্রেফতার হয়েছিলেন অনুব্রত। তাঁকে প্রথমে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের পর প্রথমে আসানসোল সংশোধনাগারে রাখা হয়েছিল কেষ্টকে। পরে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয় তৃণমূল নেতাকে। তখন থেকে তিহাড়েই বন্দি অনুব্রত। এই একই মামলায় ওই বছরের নভেম্বর মাসে ইডিও তাঁকে গ্রেফতার করেছিল। এরপর গ্রেফতার হন তাঁর মেয়ে সুকন্যাও। বর্তমানে সুকন্যাও তিহাড়ে বন্দি। তবে, সিবিআই-এর মামলায় অনুব্রতর জামিন হওয়ায় এবার অন্য মামলাগুলিতেও জামিনের সম্ভাবনা তৈরি হল। একইসঙ্গে জামিনের সম্ভাবনা বাড়ল সুকন্যারও।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: অনুব্রত মণ্ডলেকে জামিন দিল সুপ্রিম কোর্ট! মানতে হবে দু'টি শর্ত, ছাড়া পাবেন কবে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল