অন্যদিকে বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে বুধবার শুনানি অনুব্রতর জামিন মামলার শুনানি। গরু পাচার মামলায় গ্রেফতারির পর ১০০ দিন পেরিয়ে গেলেও জামিন পাননি বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তাই জামিনের আবেদন করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ৩০ নভেম্বর, বুধবার তার শুনানি হবে।
আরও পড়ুন: প্রাথমিকের ডিএলএড পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, মঙ্গলবারই বড় নির্দেশ জারি পর্ষদের
advertisement
গত ১১ অগস্ট তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রতকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই হেফাজত শেষের পর থেকে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। ইতিমধ্যে প্রায় একশো দিন পেরিয়ে গিয়েছে। তবে বার বার জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করেছে আসানসোলের বিশেষ সিবিআই আদালত।
আরও পড়ুন: ভরসন্ধ্যায় নন্দীগ্রামে এ কী ঘটল বিজেপি নেত্রীর সঙ্গে! নিয়ে যাওয়া হয় হাসপাতালে, ফুঁসছে গেরুয়া শিবির
সম্প্রতি এই মামলায় আসানসোল সংশোধনাগারে তাঁকে গ্রেফতার করে ইডি। যদিও অ্যারেস্ট মেমোতে সই করেননি অনুব্রত। তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। সেই কারণে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে কোর্টে আবেদনও করেছে কেন্দ্রীয় সংস্থাটি। যদিও তার শুনানি ৭ দিন পিছিয়ে গিয়ে ১ ডিসেম্বর হয়েছে। এই আবহে সোমবার কলকাতা হাই কোর্টে জামিনের আবেদন করেছেন অনুব্রত। আর এবার ইডির দায়ের করা মামলা খারিজের আর্জি নিয়ে আদালতের দ্বারস্থ অনুব্রত মণ্ডল।