গরু পাচার মামলা দিল্লিতে কেন স্থানান্তর করা হবে, তা নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের এজলাসে প্রশ্ন তুলেছিলেন অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পাশাপাশি, জামিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্যও আর্জি জানিয়েছিলেন তিনি।
আরও পড়ুন: ভারতের সবচেয়ে বড় নদীর নাম জানেন? যা ভাবছেন, তা কিন্তু নয়! সঠিক উত্তর জানেন মাত্র ১% মানুষ
advertisement
বিগত এক বছর ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বারবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (ওরফে কেষ্ট) জামিন পেলে গরু পাচার মামলার পুরো তদন্ত প্রক্রিয়াতেই ধাক্কা লাগতে পারে বলে আদালতে দাবি করেছে ইডি, সিবিআই।
আরও পড়ুন: যাদবপুরে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ শুভেন্দু অধিকারীর! গ্রেফতারের দাবি বিরোধী দলনেতার
দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালতে বিচারক রঘুবীর সিংহের এজলাসে তাঁর মামলার নিরপেক্ষ বিচার হচ্ছে না বলে অভিযোগ তুলেছিলেন অনুব্রত। বীরভূমের তৃণমূল নেতার দাবি ছিল, অন্য বেঞ্চে মামলা সরানো হোক। পরে রাউজ অ্যাভিনিউ আদালতের প্রধান জেলা ও দায়রা বিচারক অঞ্জু বজাজ চাঁদনার এজলাসে মামলার শুনানি হয়। সেখানেই ইডি-র আইনজীবীরা যুক্তি দেন, বেঞ্চ বদলের জেরে অনুব্রত জামিন পেয়ে গেলে গোটা তদন্তে প্রভাব পড়বে। শেষমেশ এখনও জামিন পাননি তিনি। এরই মধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন বীরভূমের জেলা তৃণমূল সভাপতি।