৩ দিন আমিষ, ৪ দিন নিরামিষ রুটিনেও ২ মাসে বিশাল অংকের ওজন কমল গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের। মঙ্গলবারই আসানসোল হাসপাতালে স্বাস্থ্য় পরীক্ষা করা হয়েছিল অনুব্রতর। সেখানে দেখা যায় প্রায় ৯ কেজি ওজন কমে গিয়েছে কেষ্ট মণ্ডলের।
সূত্রের খবর, ৬০ দিনে প্রায় ৯ কেজি ওজন কমেছে অনুব্রত মণ্ডলের। আগে তার ওজন ছিল ১১০ কেজি। বর্তমানে সেই ওজন কমে দাঁড়িয়েছে ১০১ কেজি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি যে ওষুধগুলি খান সেগুলিই চলবে। 'রোগা' হওয়ার জন্য বিশেষ কোনও রুটিন বদলও তাঁর হচ্ছে না বলেই খবর।
advertisement
এদিকে হেভিওয়েট নেতার ওজন হ্রাস নিয়ে ইতিমধ্য়েই জোর চর্চা শুরু হয়েছে। শুধু যে শারীরিক দিক থেকে অনুব্রতর ওজন কমেছে তা নয়, বাংলার রাজনীতিতেও কি অনুব্রতর ওজন কিছুটা কমছে? প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল। তবে বর্তমানে তিনি এখনও দলের জেলা সভাপতির চেয়ারেই আসীন রয়েছেন। কিন্তু কিছু ক্ষেত্রে তাঁর দায়িত্ব কমিয়েছে দল।