এদিন পিএমএলএ আইনের ৫০ নম্বর ধারার উল্লেখ করে নতুন করে বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে হেফাজতে নিতে চায় ইডি। তবে এর বিরোধীতা করে সওয়াল করেন কেষ্টর আইনজীবি সম্পৃক্তা ঘোষাল। ইডির দাবির তীব্র বিরোধিতা করে তিনি বলেন, উক্ত আইনে কেবল তাদেরই হেফাজতে নেওয়া যায়, যারা পুলিশ বা বিচারবিভাগীয় – কোনও হেফাজতেই নেই। তবে তার মক্কেল অনুব্রত জেল হেফাজতেই রয়েছেন, তাই এই ধারার প্রয়োগ হতে পারে না।
advertisement
সবদিক বিচার করে বিচারক রঘুবীর সিং খারিজ করে দেন বিচারপতি। অন্যদিকে ফের অনুব্রতর বয়ান রেকর্ড করতে পারবে না ইডি, জানিয়ে দিল আদালত। তদন্তকারী সংস্থার আবেদন খারিজ করে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের নির্দেশ, PMLA ৫০-র অধীনে জেলবন্দি অনুব্রতর বয়ান রেকর্ড করা যাবে না।
আরও পড়ুন : ৩০০ বাস তুলে নেওয়া হয়েছে ২১শে জুলাইয়ের জন্য! বাইরে বের হলে থাকুন সতর্ক
প্রসঙ্গত, গত বছর অগাস্টেই গরু পাচার মামলায় সিবিআই এর হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। পরে তাকে হেফাজতে নেয় ইডি। গ্রেফতার হওয়ার পর থেকেই আসানসোলের বিশেষ সিবিআই আদালত, কলকাতা হাই কোর্ট, রাউস অ্যাভিনিউ কোর্টের বিশেষ সিবিআই আদালত ও দিল্লি হাই কোর্টে বারংবার জামিনের আবেদন করেছেন কেষ্ট। অনুব্রতর গ্রেফতারির ৮ মাস পর গত এপ্রিলে মেয়ে সুকন্যাকেও গ্রেফতার করে ইডি। বর্তমানে তিনিও তিহাড়ে।