TRENDING:

সরকারি বাসে CAA, NRC, NPR বিরোধী পোস্টার

Last Updated:

মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে যাতায়াত করছে সেই সমস্ত বাসের বেশীর ভাগেই দেখা যাচ্ছে এই পোস্টার। তবে কারা এই পোস্টার মারছে তা নিয়ে ধোঁয়াশা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
SUPRATIM DAS
advertisement

#কলকাতা: এবার সরকারি বাসেই দেখা গেলো NO CAB,  NO NRC,  NO NPR লেখা পোস্টার। দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থায় বাসে দেখা গেলো এই পোস্টার। মুর্শিদাবাদ থেকে আসা দুর্গাপুরগামী একটি বাস সিউড়ি সরকারি বাসস্ট্যান্ডে এলে এই পোস্টার সবার নজরে পড়ে।

উত্তরবঙ্গ পরিবহন সংস্থা হোক দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থা,  য সমস্ত সরকারি বাস মুর্শিদাবাদ জেলার উপর দিয়ে যাতায়াত করছে সেই সমস্ত বাসের বেশীর ভাগেই দেখা যাচ্ছে এই পোস্টার। তবে কারা এই পোস্টার মারছে তা নিয়ে ধোঁয়াশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

CAA,  NRC বিরোধিতা করে সবচেয়ে বেশি উত্তেজনা ছড়িয়ে ছিল মুর্শিদাবাদে। বেশ কয়েকটি সরকারি বাসে আগুন লাগানো ও ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। তারপর থেকে ওই রুটে সরকারি বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। তবে নতুন করে বাস চলাচল শুরু হয়েছে কিন্তু বাস যেখানে স্টপেজ দিচ্ছে সেখানে সবার অলক্ষ্যে কেউ বা কারা এসে সরকারি বাসে এই পোস্টার লাগিয়ে দিচ্ছে বলে জানা গিয়েছে। সরকারি বাস কর্মীরা জানিয়েছেন, এই ঘটনা নিয়ে তারা তাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।  উর্দ্ধতন কর্তৃপক্ষ যদি ঘটনার কথা পুলিশকে জানানোর নির্দেশ দেন তাহলে অবশ্যই পুলিশকে জানাবেন বলে জানিয়েছেন বাসকর্মীরা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সরকারি বাসে CAA, NRC, NPR বিরোধী পোস্টার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল