গত ১৩ মে ব্যারাকপুর সুকান্ত সদনে এই সম্মেলন শুরু হয়। ওইদিনই ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছিল। ১১৭২জন প্রতিনিধি এবং ৮৯ জন দর্শক সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনের সমাপ্তি অধিবেশনে বিদায়ী কমিটির সভাপতি শ্যামল চক্রবর্তী ও সাধারণ সম্পাদক দীপক দাশগুপ্ত জানিয়েছেন, ‘‘ রাজ্যের তৃণমূল সরকার যেভাবে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের সামাজিক সুরক্ষার টাকা নয়ছয় করছে, তার বিরুদ্ধে সি আই টি ইউ-র পক্ষ থেকে আগামী জুলাই-অগাস্ট মাসে রাজ্যের প্রতিটি জেলায় ব্যাপক আন্দোলন গড়ে তোলা হবে। অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির যথাযথ রূপায়ণ ও ঠিকাশ্রমিকদের সমকাজে সমবেতনের দাবিতে অগাস্ট মাসের গোড়ায় কলকাতায় মহাসমাবেশ করবে সি আই টি ইউ। দাবি আদায়ের প্রয়োজনে আইন অমান্য ও ধর্মঘটের পথেও যাওয়া হবে। ’’
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2017 8:33 PM IST