এদিন দুপুর ১২টা নাগাদ আমতার সারদা দক্ষিণ খাঁ পাড়ায় গোরস্থানে কবর থেকে তোলা হয় আনিস খানের দেহ (Anis Khan Death Update)। আদালতের নির্দেশে সেখানে হাজির ছিলেন জেলা জজ। এর পর গ্রিন করিডর করে দেহ নিয়ে যাওয়া হয় SSKM হাসপাতালে। সেখানে একজিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হয় আনিসের দেহের দ্বিতীয় ময়নাতদন্ত (Anis Khan Post Mortem)। সূত্রের খবর, চার ঘণ্টা ধরে চলে দ্বিতীয়বার ময়না তদন্ত। আনিসের দেহ থেকে ভিসেরা সংগ্রহ করেছেন চিকিৎসকরা। রাত ১০টার মধ্যে আনিসের দেহ কড়া পুলিশি নিরাপত্তায় ফের পৌঁছয় আমতার গ্রামে। রাতেই তাঁর দেহ ফের কবর দেন গ্রামবাসীরা।
advertisement
প্রসঙ্গত, আনিস খানের রহস্যমৃত্যু তদন্তে একের পর এক বিতর্ক ও বাধার সম্মুখীন হতে হয়েছে পুলিশ ও বিশেষ তদন্তকারী দলকে। তুমুল বাধা বিক্ষোভের পর অবশেষে সোমবার দ্বিতীয়বারের ময়না তদন্তের জন্য কবর থেকে আনিস খানের দেহ (Anis Khan Death) তোলে সিট। আনিসের পরিবারের সম্মতি নিয়ে সোমবার সকালেই আমতা পৌঁছন সিট সদস্যরা। কিন্তু সেখানে নতুন বিড়ম্বনা তৈরি হয়।
আরও পড়ুন : দুটি বুথে পুনঃনির্বাচন! পুরভোট নিয়ে রাজ্যপাল-নির্বাচন কমিশনার বৈঠকের পরেই সিদ্ধান্ত
শনিবার ভোরেই আনিসের মৃতদেহ (Anis Khan Death Update) আনতে গিয়েছিল সিট। হাইকোর্টের এমন কোনও নির্দেশও ছিল না। তবু কেন ভোর ৫টায় কবর থেকে দেহ তুলতে গেল তদন্তকারীরা, প্রশ্ন তুলে আপত্তি জানায় আনিসের (Anis Khan Death) পরিবার ও গ্রামের লোকজন। পরিস্থিতি এমন হয়, পিছু হঠে সিট।
গত বৃহস্পতিবার আনিসের মৃত্যুতে সিবিআই তদন্তের দাবিতে দায়ের মামলায় ছাত্রনেতার দেহে ফের ময়নাতদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালত জানায়, ময়নাতদন্তের (Anis Khan Post Mortem) রিপোর্ট আদালতে ও আনিসের পরিবারকে দিতে হবে (Anis Khan Death Update)। এর আগে আনিসের দেহের ময়নাতদন্ত নিয়ে প্রশ্ন তুলেছিল পরিবার। তাদের অভিযোগ, কাউকে কিছু না জানিয়েই সাত তাড়াতাড়ি ময়নাতদন্ত সেরেছে পুলিশ। সবমিলিয়ে আনিস মৃত্যু নিয়ে রাজ্যজুড়ে উত্তেজনা অব্যাহত।