এইদিন সকাল সাড়ে দশটায় রায় ঘোষণা হওয়ার কথা ছিল। আর এই দিন রায় ঘোষণায় স্বাস্থ দফতরের সিদ্ধান্তকে খারিজ করে দিলেন বিচারপতি বসু।
এই প্রসঙ্গে, জানানো হয়, সিনিয়র রেসিডেন্ট ডা: অনিকেত মাহাত রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত ত্রুটিযুক্ত। ফলে, স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত বাতিল করল হাইকোর্ট। একইসঙ্গে ২৭ মে’র বিজ্ঞপ্তিটিও বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট।
advertisement
অনিকেতকে অতি দ্রুত আরজি করে পোস্টিং দিতে নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
আরও পড়ুন: শিয়ালদহ স্টেশনে ভেঙে পড়ল চাঙড়! ভয়াবহ ঘটনা…মাথার উপর থেকে সোজা মহিলা যাত্রীর মাথায়
প্রসঙ্গত, আগেই হাইকোর্ট থেকে রক্ষাকবচ পেয়েছিলেন অনিকেত মাহাত। তাঁর বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করা যাবে না বলে জানায় হাইকোর্ট। এরপরেই তাঁকে রায়গঞ্জ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা করে অনিকেত। এই মামলার রায়দান করতে গিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, “এসওপি স্পষ্ট মেরিট অনুযায়ী রাঙ্কিং। ২৬,৩৭ রাঙ্ক করে আর জি করে পোস্টিং।
অথচ ২৪ রাঙ্ক করেও আর জি করে নেই ডা: অনিকেত মাহাত।” এরপরেই স্বাস্থ্য দফতরের সিদ্ধান্ত খারিজ করে দেন বিচারপতি বসু।