TRENDING:

আন্দামানে আটক পর্যটকদের উদ্ধারে নৌবাহিনীর ৪ জাহাজ, যোগাযোগ রাখছে রাজ্য সরকার

Last Updated:

প্রবল ঝড়বৃষ্টিতে আন্দামানে আটকে প্রায় আটশো পর্যটক। তাঁদের মধ্যে এ রাজ্যেরই প্রায় ৬০০ পর্যটক আছেন বলে দাবি পর্যটনমন্ত্রী গৌতম দেবের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পোর্টব্লেয়ার :প্রবল ঝড়বৃষ্টিতে আন্দামানে আটকে প্রায় আটশো পর্যটক। তাঁদের মধ্যে এ রাজ্যেরই প্রায় ৬০০ পর্যটক আছেন বলে দাবি পর্যটনমন্ত্রী গৌতম দেবের। বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে গত দুদিন ধরে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে শুরু হয়েছে প্রবল ঝড়বৃষ্টি। সঙ্গে সাইক্লোন। প্রবল সামুদ্রিক হাওয়া। পর্যটনমন্ত্রীর দাবি, স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সব পর্যটক নিরাপদে আছেন।
advertisement

সাইক্লোন। সঙ্গে প্রবল ঝড় বৃষ্টি। ঘণ্টায় ষাট কিলোমিটারের বেশি গতিবেগে বইছে হাওয়া। উত্তাল সমুদ্র। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সমুদ্রের উপর সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের জেরে আবহাওয়া রীতিমত প্রতিকূল আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জে। বর্তমানে নিম্নচাপটির অবস্থান পোর্ট ব্লেয়ার থেকে ৩১০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে আন্দামান সাগরে। আগামী কয়েকদিনে বৃষ্টির দাপট বাড়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া দফতর।

advertisement

আর এই ঝড়বৃষ্টিতে হ্যাভলকে আটকে পড়েছেন প্রায় আটশো পর্যটক। যাঁদের মধ্যে ৬০০ এই রাজ্যের। এমনই দাবি পর্যটনমন্ত্রী গৌতম দেবের।

শীতের ছুটির শুরুতে অনেকেরই গন্তব্য ছিল আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ। হ্যাভলকের নির্জন সৈকতে ছুটি কাটাতে গিয়ে এখন প্রকৃতির রোষে পর্যটকরা। যদিও পর্যটনমন্ত্রীর আশ্বাস, নিরাপদে আছেন পর্যটকরা। আছে পর্যাপ্ত খাবারও। তাঁদের নিরাপদে ফেরাতে যোগাযোগ রাখা হচ্ছে স্থানীয় প্রশাসনের সঙ্গে । পর্যটকদের উদ্ধারে নামানো হয়েছে সেনা।

advertisement

মঙ্গলবারই আন্দামানে খারাপ আবহাওয়ার পূর্বাভাস দেয় আবহাওয়া দফতর। সেইমত সমুদ্রে যেতে নিষেধ করা হয় মৎস্যজীবীদের। স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়। প্রয়োজনে স্টেট কন্ট্রোল রুম, ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম, এমার্জেন্সি অপারেশন সেন্টারে যোগাযোগ করতে বলা হয়েছে।

আন্দামানের হেল্পলাইন নম্বর----

----স্টেট কন্ট্রোল রুম ( টেলি-ফ্যাক্স)

---০৩১৯২-২৩৮৮৮০

---হেল্পলাইন নম্বর ১০৭৭

advertisement

----ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুম----০৩১৯২-২৩৮৮৮১

---হ্যাভলক---০৩১৯২--২৮২০৩০

হ্যাভলকে আটকে আছে ১৪০০পর্যটক, দাবি আন্দামান প্রশাসনের। তাঁদের ঘরের ভিতর থাকতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আটকে পড়া পর্যটকদের উদ্ধারে ভারতীয় সেনার সাহায্য চেয়েছে স্থানীয় প্রশাসন। ইতিমধ্যেই পর্যটকদের উদ্ধারে হ্যাভলক রওনা হয়েছে আইএনএস বিত্রা, আইএনএস বঙ্গোরাম, আইএনএস কুম্ভীর ও এলসিইউ ৩৮ নামে চারটি জাহাজ। যদিও খারাপ আবহাওয়ার কারণে হ্যাভলকে ঢুকতে পারেনি জাহাজগুলি।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
আন্দামানে আটক পর্যটকদের উদ্ধারে নৌবাহিনীর ৪ জাহাজ, যোগাযোগ রাখছে রাজ্য সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল