TRENDING:

Andal Flights Time Table: বড় সুখবর! ৩০ অগাস্ট অন্ডাল থেকে চালু হতে চলেছে আরও দু-দুটি বিমান পরিষেবা, কোন রুটে? কবে কবে? জানুন সম্পূর্ণ টাইম টেবিল

Last Updated:

Andal Flights Time Table: আগামী ৩০ অগাস্ট অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা। সপ্তাহে চারদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা যাবে বিমান। বাকি তিনদিন অন্ডাল হয়ে যাবে গুয়াহাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ৩০ অগাস্ট অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে শুরু হতে চলেছে বাগডোগরা ও গুয়াহাটি রুটে বিমান পরিষেবা। সপ্তাহে চারদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা যাবে বিমান। বাকি তিনদিন অন্ডাল হয়ে যাবে গুয়াহাটি।
অন্ডাল বিমানবন্দরে আরও বিমান পরিষেবা
অন্ডাল বিমানবন্দরে আরও বিমান পরিষেবা
advertisement

এই বিষয়ে অন্ডাল বিমানবন্দরের জেনারেল ম্যানেজার কৈলাশ মণ্ডল বলেন, ‘সপ্তাহে সাতদিন ভুবনেশ্বর থেকে অন্ডাল হয়ে বাগডোগরা ও ভুবনেশ্বরের মধ্যে বিমান চলবে। আশা করা যায় যাত্রীদের মধ্যে জনপ্রিয় হবে রুটটি।’

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর স্বপ্ন…! তবুও এত অনীহা? বন দফতরের ডাকে সাড়া মাত্র ২ মন্ত্রী-সহ ৫ বিধায়কের

ভুবনেশ্বর থেকে সকাল সওয়া ১১টা নাগাদ ছাড়বে বিমান। সেই বিমান অন্ডালে নামবে ১২টা ৫৫ মিনিট নাগাদ। তারপর সেই বিমান সোম, বুধ, শুক্র ও রবিবার দুপুর সওয়া ১টা নাগাদ অন্ডাল ছেড়ে বাগডোগরার উদ্দেশে উড়ে যাবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বিমানটি বাগডোগরা পৌঁছাবে দুপুর ২টো ২০ মিনিট নাগাদ। আবার বাগডোগরা থেকে বিমানটি দুপুর ২টো ৫৫ নাগাদ ছেড়ে বিকেল ৪টা ৫ মিনিট নাগাদ পৌঁছবে দুর্গাপুরে। আবার ৪টে ৩৫ মিনিট নাগাদ ছেড়ে সেই বিমান ভুবনেশ্বরে পৌঁছবে সন্ধ্যা সওয়া ৬টা নাগাদ। অন্ডাল থেকে সপ্তাহে চার দিন উড়ান যায় মুম্বইয়ের উদ্দেশ্যে। পাশাপাশি বেঙ্গালুরু, হায়দরাবাদ ও দিল্লিতে সপ্তাহে সাত দিনই চলছে বিমান। এবার ভুবনেশ্বর ও গুয়াহাটি রুটে চালু হল পরিষেবা।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Andal Flights Time Table: বড় সুখবর! ৩০ অগাস্ট অন্ডাল থেকে চালু হতে চলেছে আরও দু-দুটি বিমান পরিষেবা, কোন রুটে? কবে কবে? জানুন সম্পূর্ণ টাইম টেবিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল