TRENDING:

অসুস্থ টিয়াকে গাছ থেকে নামাতে গিয়ে পড়ে মৃত্যু বনকর্মীর

Last Updated:

পাখি বাঁচানোর চেষ্টাই হল কাল। অসুস্থ টিয়াকে গাছ থেকে নামাতে গিয়ে পড়ে মৃত্যু বনকর্মীর। নাম, গৌতম করণ। বনকর্মী হলেও তিনি গাছে উঠতে জানাতেন না। ইডেন গার্ডেন্সের এই ঘটনায় কলকাতা পুলিশকে বহু দিন বাদে, গাছ থেকে পড়ে মৃত্যু-র মতো মামলা দায়ের করতে হল। আহত অবস্থায় গৌতমবাবুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: পাখি বাঁচানোর চেষ্টাই হল কাল। অসুস্থ টিয়াকে গাছ থেকে নামাতে গিয়ে পড়ে মৃত্যু বনকর্মীর। নাম, গৌতম করণ। বনকর্মী হলেও তিনি গাছে উঠতে জানাতেন না। ইডেন গার্ডেন্সের এই ঘটনায় কলকাতা পুলিশকে বহু দিন বাদে, গাছ থেকে পড়ে মৃত্যু-র মতো মামলা দায়ের করতে হল। আহত অবস্থায় গৌতমবাবুকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।
advertisement

আরও পড়ুন-কলকাতায় মিলল বাচ্চা-গ্যাংয়ের হদিশ

বাবুঘাট লাগোয়া ইডেন উদ্যানে রোজই দেখা যায় ঝাঁকে ঝাঁকে পাখি। পাখিদের সেবা-শুশ্রুষা করাই একমাত্র নেশা ছিল বনকর্মী গৌতম করণের। গৌতমবাবু পিওনের কাজ করতেন। মঙ্গলবার বিকেলে আলিপুর থেকে ইডেন উদ্যানে এসেছিলেন চিঠি দিতে। তখনই একটি গাছে দেখতে পান অসুস্থ ওই টিয়াকে।

advertisement

আরও পড়ুন-বাগুইআটি ডাকাতিকাণ্ড: অভিযুক্তের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিল গৃহকর্ত্রীর

দক্ষিণ ২৪ পরগনা কুলপির রাধানগরে বাড়ি গৌতম করণের। পাখি বাঁচানোর নেশায় এভাবে যে তিনি বিপদ ডেকে আনবেন তা কোনওভাবেই মানতে পারছে না বনকর্মীর পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর মণ্ডপে মহামায়ার লীলা! আধ্যাত্মিক থিমে নজর কাড়ছে রেল শহরের পুজো
আরও দেখুন

আরও পড়ুন-বাগুইআটি ডাকাতিতে নয়ামোড়! মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
অসুস্থ টিয়াকে গাছ থেকে নামাতে গিয়ে পড়ে মৃত্যু বনকর্মীর