আজ জন্মাষ্টমী৷ সংস্থার ওই বিজ্ঞাপনে রয়েছে জন্মাষ্টমীর শুভেচ্ছা৷ নীচে একটি মাখনের বাক্স, যার ঢাকনাটি একটু খোলা। একটু মাখন খাওয়াও হয়ে গিয়েছে ইতিমধ্যে৷ বলা ভাল চুরি হয়েছে, বাকি আরও কিছুটা৷ আলোড়ন শুরু বিজ্ঞাপনের ক্যাপশনে, যেখানে লেখা ‘কেষ্টা বেটাই চোর’।
পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘পুরাতন ভৃত্য’কবিতার লাইন। কবি লিখেছিলেন, ভূতের মতন চেহারা যেমন র্নিবোধ অতি ঘোর—
advertisement
যা- কিছু হারায়, গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। সে তো শ্রীকৃষ্ণকেই কেষ্ট বলা হয়, এ আর এমন কী চমক! তবে বিষয়টা কিন্তু এত লঘু নয় বলেই মনে করছেন রাজনৈতিক মহল৷ কেষ্ট নামের যে একটি রাজনৈতিক ব্যঞ্জনাও রয়েছে, এই প্রেক্ষাপটে সেটা তো কারও অজানা নয়৷ তার সঙ্গে আবার যুক্ত হয়েছে ‘চোর’৷ ফলে তা বিতর্কিত বলেই মনে করছেন রাজনৈতিক মহল।
আরও পড়ুন - উপোস থেকে কেক বানাচ্ছেন কারিগর! এবার জন্মষ্টমীর বিশেষ প্রসাদ, গোপালের জন্য তৈরি কেক
রাজনৈতিক কারবারিদের মতে, বঙ্গ রাজনীতি তোলপাড় যেই বিষয়কে ঘিরে সঠিক দিনে সময়োপযোগী ভাবে সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে৷ ওই সংস্থা অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি৷ অনেকেই অসন্তুষ্ট৷ অনেকেই বলেছেন, 'শ্রীকৃষ্ণকে এখানে টেনে আনবেন না।' তবে লাইক শেয়ারের বন্যা বয়েছে ইতিমধ্যে৷ আমূলের দুষ্টু বিজ্ঞাপনে যে বেশ মজেছে বঙ্গবাসী, সে কথা বলাই বাহুল্য৷