অমৃত ভারত এক্সপ্রেস ভারতীয় রেলওয়ে দ্বারা পরিচালিত নো-ফ্রিলস সুপারফাস্ট এক্সপ্রেস পরিষেবা । ঘণ্টায় গতিবেগ ১৩০ কিলোমিটার। সব মিলিয়ে ২২টি কামরা। যার মধ্যে থাকছে ৮টি সাধারণ কামরা। বাকি কোচগুলি স্লিপার। তবে আপাতত এই ট্রেনে কোনওরকম শীততাপ নিয়ন্ত্রিত কোচ থাকছে না। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য থাকছে আধুনিক নানা সুবিধা। প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, পর্যাপ্ত চার্জিং পয়েন্ট, আধুনিক শৌচালয় সহ নানা সুবিধা থাকছে এই ট্রেনে।
advertisement
ট্রেনটিতে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস দ্বারা নির্মিত ২টি লোকোমোটিভ রয়েছে। ট্রেনটি প্রায় ১৮০০ জন যাত্রীকে পরিষেবা দেবে।এর ফ্যান এবং সুইচগুলি আধুনিক ডিজাইনে সজ্জিত। প্রতিটি আসনের জন্য একটি মোবাইল চার্জিং পয়েন্টও দেওয়া হয়েছে। অমৃত ভারত এক্সপ্রেস একটি এলএইচবি নন-এসি ট্রেন হওয়ায় ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে পারে।
এই ট্রেনে ১ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত যাত্রার জন্য রিজার্ভেশন ফি এবং অন্যান্য চার্জ বাদ দিয়ে দ্বিতীয় শ্রেণির অসংরক্ষিত আসনের ন্যূনতম টিকিট মূল্য ৩৫ টাকা।