TRENDING:

বাংলা ও বাঙালি ইস্যুতে তৃণমূলের পাল্টা কীভাবে লড়বে গেরুয়া শিবির? রাজ্য বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক অমিত শাহের

Last Updated:

সেই অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে SIR সম্পর্কিত তথ্য নিয়ে কিভাবে বিজেপি সাংসদরা একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে, সে বিষয়েও টোটকা দিতে পারেন অমিত শাহ সাংসদদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামিকাল সোমবার বাংলার সাংসদদের সঙ্গে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলার সাংসদদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছবেন শমীক ভট্টাচার্য। শনিবার আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার বাবা মা শমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করে তথ্য তুলে দিয়েছেন । সেগুলি অর্থাৎ সিবিআই তদন্তের ক্ষেত্রে তাদের অভিযোগ ও সিবিআই এর লুপহোলগুলি আগামিকাল নথি আকারে শমীক ভট্টাচার্য তুলে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হাতে। বাংলা ও বাঙালি ইস্যুতে তৃণমূলের পাল্টা কিভাবে লড়বে বিজেপি, এ রাজ্যে সেবিষয়ে আলোচনার সম্ভবনা।
আগামীকাল রাজ্য বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক অমিত শাহ এর
আগামীকাল রাজ্য বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক অমিত শাহ এর
advertisement

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন রাজ্যের তৃণমূল সাংসদদের নিয়ে বৈঠকে বসছেন তখন অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যের বিজেপি সাংসদদের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। SIR আবহে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ এর সঙ্গে রাজ্যের বিজেপি সাংসদদের বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজেপি সাংসদদের আগামীকালের বৈঠক থেকে অমিত শাহ তথা কেন্দ্রীয় নেতৃত্ব SIR সংক্রান্ত মূল বিষয় সম্পর্কে পাঠ দিতে পারেন যাতে তারা রাজ্য বাসীকে সঠিক তথ্য প্রদান করতে পারেন। সীমান্তবর্তী জেলাগুলোর সামাজিক ভৌগোলিক ও জনবিন্যাস সংক্রান্ত একাধিক তথ্য আগামিকাল জমা দিতে পারেন অমিত শাহ এর কাছে বিজেপি সাংসদরা এমনটাই খবর বিজেপি সূত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভুবন বাদ্যকরকে মনে আছে? 'কাঁচা বাদাম'-খ্যাত গায়কের অট্টালিকায় কারা থাকে জানেন?
আরও দেখুন

প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের বাংলাদেশী অনুপ্রবেশ নিয়ে একাধিকবার সরব হয়েছে রাজ্য সরকারের বিরুদ্ধে । সূত্রের খবর বিজেপি সাংসদরা সেই ভিনদেশী অনুপ্রবেশ নিয়ে জানাতে পারেন অভিযোগ অমিত শাহ এর কাছে। এছাড়া রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্য এই প্রথম এরাজ্যের সকল বিজেপি সাংসদদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে পৌঁছবেন। উল্লিখিত এর আগে অমিত শাহ সীমান্তে রাজ্যের জমি না দেওয়া প্রসঙ্গে সরব হয়েছেন বারবার রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে SIR সম্পর্কিত তথ্য নিয়ে কিভাবে বিজেপি সাংসদরা একেবারে প্রান্তিক মানুষের কাছে পৌঁছবে, সে বিষয়েও টোটকা দিতে পারেন অমিত শাহ সাংসদদের।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
বাংলা ও বাঙালি ইস্যুতে তৃণমূলের পাল্টা কীভাবে লড়বে গেরুয়া শিবির? রাজ্য বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক অমিত শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল