TRENDING:

Amit Shah targets Mamata Banerjee: 'সাতটার পর মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না?' নারী নিরাপত্তা নিয়ে মমতাকে নিশানা শাহের

Last Updated:

রাজ্য সফরে এসে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে সরব হন অমিত শাহ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
২০২১-এর বিধানসভা হোক অথবা ২০২৪-এর লোকসভা নির্বাচন৷ তৃণমূলের ভাল ফলের পিছনে অন্যতম বড় কারণ মহিলা ভোটারদের বিপুল সমর্থন৷ কলকাতায় এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য দাবি করলেন, তৃণমূল কংগ্রেসের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য মহিলারা অপেক্ষা করে আছেন৷
অমিত শাহের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়৷
অমিত শাহের নিশানায় মমতা বন্দ্যোপাধ্যায়৷
advertisement

রাজ্য সফরে এসে এ দিন কলকাতায় সাংবাদিক বৈঠকে বাংলায় নারীদের নিরাপত্তা নিয়ে সরব হন অমিত শাহ৷ রাজ্য সরকারকে নিশানা করে তিনি বলেন, মহিলাদের নিরাপত্তা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে৷ সরকারই বলে দিচ্ছে মহিলারা যেন সন্ধে সাতটার পর বাড়ি, হোস্টেল থেকে না বেরোন৷ আমরা কোন জমানায় বাস করছি? এটা কি মুঘল আমল না কি? মমতাজি এটা স্বাধীন ভারত৷ মহিলারা যখন খুশি বাড়ি থেকে বেরোতে পারেন৷ তাঁদের নিরাপত্তা দেওয়াটা আমাদের সাংবিধানিক দায়িত্ব৷ যা দিতে আপনার সরকার ব্যর্থ হয়েছে৷ আরজি কর,দুর্গাপুর, দক্ষিণ কলকাতা আইন কলেজ, কোথাও বোনেরা নিরাপদ নন৷ মহিলারাও এই নিরাপত্তাহীনতার এই অবস্থা দেখে ক্ষুব্ধ হয়ে আছেন৷ তাঁরাও তৃণমূলকে ক্ষমতাচ্যুত করার জন্য অপেক্ষা করে আছেন৷

advertisement

শুধু নারী নিরাপত্তা নয়, এ দিন অনুপ্রবেশ থেকে শুরু করে একাধিক ইস্যুতে তৃণমূল কংগ্রেস এবং রাজ্য সরকারকে নিশানা করেছেন অমিত শাহ৷ তিনি দাবি করেছেন, রাজ্য সরকার জমি না দেওয়াতেই সীমান্তে বেড়া দিতে পারছে না বিএসএফ৷ সেই কারণেই বাংলায় অনুপ্রবেশের ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন শাহ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের ছুটিতে ক্যারাটের মাস্টারক্লাস, নিউ দিঘায় জাপানি ট্রেনাররা দিল বিশেষ প্রশিক্ষণ
আরও দেখুন

এর পাশাপাশি তৃণমূল আমলে রাজ্যের একের পর এক দুর্নীতির ঘটনা সামনে আসা নিয়েও সরব হয়েছেন শাহ৷ পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, জীবনকৃষ্ণ সাহাদের নাম নিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, দুর্নীতির বাড়বাড়ন্ত দেখেও আপনি চোখ বন্ধ করে রেখেছেন৷৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah targets Mamata Banerjee: 'সাতটার পর মহিলারা বাড়ি থেকে বেরোতে পারবেন না?' নারী নিরাপত্তা নিয়ে মমতাকে নিশানা শাহের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল