খুঁটি পুজোর মাধ্যমে মঞ্চ তৈরির কাজ শুরু হয়ে গেল। ২৯ নভেম্বর বঞ্চিতদের নিয়ে বিজেপির সমাবেশের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সমাবেশের মূল বক্তা। তৃণমূল কংগ্রেসের তরফে একুশে জুলাই যে জায়গায় শহিদ সমাবেশ হয়, সেই জায়গাতেই শাহি সমাবেশ উপলক্ষে জোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বঙ্গ বিজেপি শিবিরে।
আরও পড়ুন: ধর্মতলার সমাবেশের জন্য স্পেশাল ‘থিম সং’ লঞ্চ করে ফেলল বিজেপি, বদলে গেল শুভেন্দুদের ‘ডিপি’
advertisement
কলকাতা সহ জেলায় জেলায় ইতিমধ্যেই প্রস্তুতি সভা এবং প্রচারে নেমেছে বঙ্গ পদ্ম নেতারা। লক্ষাধিক মানুষের টার্গেট। প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ কেন্দ্রীয় প্রকল্প থেকে যোগ্য হয়েও যে সমস্ত মানুষজন প্রকল্পের সুবিধা পাওয়া থেকে বঞ্চিত, মূলত তাঁদের নিয়েই আগামী বুধবার শাহি সমাবেশের আয়োজন।
আরও পড়ুন: বিজেপি কর্মীকে অপহরণ করেছে পুলিশ, অভিযোগ শুনে সটান থানায় শুভেন্দু! ডাকলেন ১২ ঘণ্টার বনধ
পুলিশের তরফে এই রাজনৈতিক কর্মসূচির অনুমতি না দেওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। শেষমেষ সিঙ্গল বেঞ্চের রায় বহাল রেখেই ডিভিশন বেঞ্চও বিজেপির সমাবেশের অনুমতি দেয়।