এদিকে, রাজ্য বিজেপির মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, ”এখান থেকে ফেরার পর নীচু তলায় কাজ শুরু করতে হবে। আগামী ৯ জুন ১১ বছর পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সেই কারণে একাধিক কর্মসূচি নেওয়া হবে। চলবে ২১ জুন পর্যন্ত।”
advertisement
তিনি জানান, ১০ ও ১১ জুন সব জেলায় প্রথম কার্যক্রম হবে প্রোফেশনাল মিট। যেখানে ডাক্তার, উকিল, পুলিশ সকলে উপস্থিত থাকবে। ১১ জুন বিকশিত ভারতের সংকল্প সভা আয়োজন হবে। ২১ জুন যোগা দিবস পালন হবে মণ্ডলে-মণ্ডলে।
নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”৪, ৫, ৬ জুনের মধ্যে বুথ কমিটি তৈরি করে এই প্রক্রিয়া শেষ করতে হবে। তারপর তৈরি করতে হবে মণ্ডল সভা। সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলায় পরিবর্তন করতে হলে জনসংযোগ প্রয়োজন। তার জন্য কর্মসূচি পালন করতে হবে। আগামী দিনে সকলের শক্তি এক করতে হবে। জুনের মধ্যে সকল বুথ কমিটি, মণ্ডল কমিটি তৈরির প্রক্রিয়া শেষ করতে হবে।”