TRENDING:

Amit Shah Rally: অমিত শাহের নেতাজি ইন্ডোরের সভায় এ কী কাণ্ড! মাইকে ঘোষণা, 'ফেরত দিয়ে দিন...', যা ঘটল! চমকে উঠবেন শুনে

Last Updated:

Amit Shah Rally: রাজ্য বিজেপির মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, ''এখান থেকে ফেরার পর নীচু তলায় কাজ শুরু করতে হবে। আগামী ৯ জুন ১১ বছর পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বিজেপির সভায় মোবাইল হারানোর ট্রেন্ড অব্যাহত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতাজি ইন্ডোরের সভাতেও। সঞ্চালক বিধায়ক দীপক বর্মন মাইকে এ নিয়ে ঘোষণাও করেছেন। ‘একাধিক কার্যকর্তাদের মোবাইল মিসিং। কেউ পেলে স্বেচ্ছাসেবকদের হাতে তুলে দিন।’ এভাবেই অমিত শাহের সভায় ঘোষণা করতে হল বিজেপি নেতাকে।
ফাইল ছবি
ফাইল ছবি
advertisement

এদিকে, রাজ্য বিজেপির মুখ্য পর্যবেক্ষক সুনীল বনসল মঞ্চে বক্তব্য রাখতে উঠে বলেন, ”এখান থেকে ফেরার পর নীচু তলায় কাজ শুরু করতে হবে। আগামী ৯ জুন ১১ বছর পূর্ণ হচ্ছে কেন্দ্রীয় সরকারের। সেই কারণে একাধিক কর্মসূচি নেওয়া হবে। চলবে ২১ জুন পর্যন্ত।”

আরও পড়ুন: আর ফেরার পথ রইল না শেখ হাসিনার, ইউনূসের সরকার এমন সিদ্ধান্ত নিল, চমকে গেল গোটা বাংলাদেশ! পিছনে আসলে কার হাত?

advertisement

তিনি জানান, ১০ ও ১১ জুন সব জেলায় প্রথম কার্যক্রম হবে প্রোফেশনাল মিট। যেখানে ডাক্তার, উকিল, পুলিশ সকলে উপস্থিত থাকবে। ১১ জুন বিকশিত ভারতের সংকল্প সভা আয়োজন হবে। ২১ জুন যোগা দিবস পালন হবে মণ্ডলে-মণ্ডলে।

নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ”৪, ৫, ৬ জুনের মধ্যে বুথ কমিটি তৈরি করে এই প্রক্রিয়া শেষ করতে হবে। তারপর তৈরি করতে হবে মণ্ডল সভা। সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছতে হবে। বাংলায় পরিবর্তন করতে হলে জনসংযোগ প্রয়োজন। তার জন্য কর্মসূচি পালন করতে হবে। আগামী দিনে সকলের শক্তি এক করতে হবে। জুনের মধ্যে সকল বুথ কমিটি, মণ্ডল কমিটি তৈরির প্রক্রিয়া শেষ করতে হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah Rally: অমিত শাহের নেতাজি ইন্ডোরের সভায় এ কী কাণ্ড! মাইকে ঘোষণা, 'ফেরত দিয়ে দিন...', যা ঘটল! চমকে উঠবেন শুনে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল