অযোধ্যা রাম মন্দির উদ্বোধন লাইভ কভারেজ । Ayodhya Ram Mandir Inauguration LIVE
আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন৷ লোকসভা নির্বাচনের আগে গোটা দেশেই যে বিজেপি রাম মন্দিরকে প্রচারের ইস্যু করতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না৷ সূত্রের খবর, রাম মন্দির নির্মাণ এবং তার পিছনে বিজেপি-র কী অবদান, সোশ্যাল মিডিয়ায় তা নিয়ে প্রচারে ঝড় তোলার জন্য এ দিন নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷
advertisement
আরও পড়ুন: ‘৩৫ দূরের কথা, ৩ থেকে ৫টি আসুন জিতুক বিজেপি!’ শাহের টার্গেট শুনে কটাক্ষ কুণালের
তবে শুধু রাম মন্দির নয়, পাশাপাশি তৃণমূলের দুর্নীতি নিয়ে সামাজিক মাধ্যমে জোরদার প্রচারের নির্দেশ দিয়েছেন অমিত শাহ৷ শুধুমাত্র সংবাদমাধ্যমের ভরসায় না থেকে নিজেদেরই উদ্যোগ নিয়ে তৃণমূল এবং রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতির খবর সাধারণ মানুষের সামনে প্রতিনিয়ত তুলে ধরার জন্য দলের আইটি সেলকে নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ বিশেষত, রাজ্য সরকারের কৃষক বিরোধী নীতিকে প্রচারের হাতিয়ার করার পরামর্শ দিয়েছেন অমিত শাহ৷ একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচারেরও নির্দেশ দেন তিনি৷
এ দিন আইটি সেলের সঙ্গে বৈঠকের পাশাপাশি দলের রাজ্য নেতাদের নিয়ে বৈঠক করে লোকসভা নির্বাচনের রণকৌশল ঠিক করে দেন অমিত শাহ৷ এ দিনও অমিত শাহ দলের রাজ্য নেতাদের লোকসভা ভোটে বাংলা থেকে ৩৫টি আসনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন৷ সিএএ কার্যকর হবে বলেও এ দিন আরও একবার দাবি করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷