বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিধায়ক অগ্নিমিত্রা পালরাও৷
বিমানবন্দর থেকে সরাসরি নিউ টাউনের হোটেলে পৌঁছন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ মঙ্গলবার সকাল থেকেই কলকাতায় একের পর এক কর্মসূচি রয়েছে অমিত শাহ এবং জে পি নাড্ডার৷ আজ সকাল সাড়ে ১০ টায় প্রথমে জোড়াসাঁকো একটি গুরুদ্বারে যাবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ এর পর কালীঘাট মন্দিরে যাওয়ার কথা রয়েছে তাঁদের৷
advertisement
আরও পড়ুন: বড়দিনের মাঝরাতে খাদ্যভবন তোলপাড়, নিজের বুকে গুলি করলেন পুলিশকর্মী
কালীঘাট মন্দির থেকে ফিরেই দলের রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেবেন শাহ এবং নাড্ডা৷ দলের রাজ্য নেতাদের ধারণা, এই বৈঠক থেকেই লোকসভা নির্বাচনের জন্য বঙ্গ বিজেপি-কে টার্গেট ঠিক করে দিতে পারেন দুই শীর্ষ নেতা৷ শুধু তাই নয়, ভোটের জন্য সংগঠন তৈরি থেকে শুরু করে কীভাবে প্রস্তুতি নিতে হবে, তার রূপরেখাও ঠিক করে দেওয়া হতে পারে আজকের বৈঠকে৷
প্রায় তিন ঘণ্টার এই বৈঠক শেষে আলিপুরের ন্যাশনাল লাইব্রেরিতে যাবেন অমিত শাহ এবং জে পি নাড্ডা৷ সেখানে একটি কর্মসূচিতে যোগ দিয়ে সরাসরি বিমানবন্দরে পৌঁছবেন তাঁরা৷ গত মাসের শেষ দিকেই কলকাতায় এসে ধর্মতলায় সভা করে গিয়েছিলেন অমিত শাহ৷ সেই অর্থে, এক মাসের মধ্য দু বার রাজ্য সফরে এলেন তিনি৷