TRENDING:

Amit Shah: ‘কেন্দ্রের কাছে ৭০০০ কোটি টাকা পায় রাজ্য’! বঙ্গ সফরের আগে অমিত শাহকে খোলা চিঠি তৃণমূলের, জোরাল আক্রমণ

Last Updated:

চিঠিতে এর পরেই এসেছে বেকারত্ব প্রসঙ্গ৷ যেখানে সায়নী দাবি করেছেন, মোদি জমানায় দেশে বেকারদের সংখ্যা বর্তমানে ১০ শতাংশ৷ যা গত ৪৫ বছরে হয়নি৷ সাধারণ জিনিসের মূল্যবৃদ্ধি, গ্যাসের ভর্তুকি নিয়মিত না পাওয়ার মতো বিষয়ও উঠে এসেছে তৃণমূলের চিঠিতে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কী লেখা নেই চিঠিতে৷ ১০০ দিনের কাজের বকেয়া ৭০০০ কোটি পাওনা থেকে শুরু করে ইডি-সিবিআই রেড৷ মুদ্রাস্ফীতি থেকে শুরু করে বেকারত্ব৷ রান্নার গ্যাসের দাম বাড়া থেকে শুরু করে আনাজের আকাশছোঁয়া দাম৷ একেবারে যেন তালিকা ধরে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আক্রমণ করল তৃণমূল৷ চিঠির ছত্রে ছত্রে কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনা, বকেয়া আদায়ের দাবি৷ বুধবার বঙ্গ বিজেপির মহা সমাবেশে যোগ দিতে কয়েক ঘণ্টার ঝটিকা সফরে কলকাতায় আসছেন অমিত শাহ৷ তার আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশ্যে লেখা এই খোলা চিঠি প্রকাশ করল তৃণমূল৷
advertisement

চিঠিটি লিখেছেন, যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষ৷ চিঠির শুরুতেই সায়নী জানিয়েছেন, তিনি জানেন, দলীয় কর্মী-সমর্থকদের প্রতি বার্তা দিতেই কলকাতায় আসছেন অমিত শাহ৷ কিন্তু, বাংলার একজন তরুণ ভোটার হিসাবে তাঁর কিছু প্রশ্ন আছে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে৷ যার প্রথমটিই হল মনরেগা প্রকল্পে ৭০০০ কোটি বকেয়ার প্রশ্ন৷

আরও পড়ুন: আজ কলকাতায় অমিত শাহ! সকাল থেকেই শহরমুখী বিজেপিকর্মীরা, এড়িয়ে চলবেন কোন কোন রাস্তা?

advertisement

প্রসঙ্গত, মিড ডে মিল, মনরেগা, আবাস যোজনা, গ্রাম সড়ক যোজনা, সর্বশিক্ষা অভিযানের মতো বেশ কিছু সরকারি প্রকল্পের ক্ষেত্রে কোটি কোটি টাকা কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে বলে দাবি করে রাজ্য৷ এ নিয়ে চলতি বছরেই দিল্লি অভিযান করেছিলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ মন্ত্রকের সামনে ধর্নাও দিয়েছিলেন তৃণমূলের সাংসদ বিধায়কেরা৷ তারপরে কলকাতায় রাজ্যপালের সঙ্গে দেখা করেও তাঁরা তাঁদের কথা জানিয়েছেন৷

advertisement

চিঠিতে এর পরেই এসেছে বেকারত্ব প্রসঙ্গ৷ যেখানে সায়নী দাবি করেছেন, মোদি জমানায় দেশে বেকারদের সংখ্যা বর্তমানে ১০ শতাংশ৷ যা গত ৪৫ বছরে সর্বাধিক৷ সাধারণ জিনিসের মূল্যবৃদ্ধি, গ্যাসের ভর্তুকি নিয়মিত না পাওয়ার মতো বিষয়ও উঠে এসেছে তৃণমূলের চিঠিতে৷

আরও পড়ুন:‘ওঁর মুখটা দেখেই শান্তি!’ সুড়ঙ্গ থেকে বেরিয়েই মায়ের সঙ্গে কথা, উত্তরকাশীতে উদ্ধার বাংলার ৩

advertisement

সবশেষে বিরোধীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার প্রসঙ্গ তোলা হয়েছে সায়নী ঘোষের চিঠিতে৷ সেখানে সায়নী দাবি করেছেন, এনডিএ-র ৮ বছরের শাসনকালে ইডি হানা ২৭ গুণ বেড়েছে৷ আর এর অধিকাংশই বিরোধী দলকে হেনস্থা করার জন্য করা হয়েছে বলে দাবি নেত্রীর৷

প্রসঙ্গত, আজ, বুধবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের মঞ্চের জায়গাতেই রাজ্যের বঞ্চনার অভিযোগে সমাবেশ করতে চলেছে বিজেপি৷ সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দুপুর ১টা নাগাদই শহরে পৌঁছে যাওয়ার কথা তাঁর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

আরও খবর পড়তে ফলো করুন https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah: ‘কেন্দ্রের কাছে ৭০০০ কোটি টাকা পায় রাজ্য’! বঙ্গ সফরের আগে অমিত শাহকে খোলা চিঠি তৃণমূলের, জোরাল আক্রমণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল