আরও পড়ুন-রাশিফল ২৭ নভেম্বর-৩ ডিসেম্বর; দেখে নিন কেমন যাবে এই সপ্তাহ
সভায় যোগ দিয়ে আবার বিকেলবেলায় অমিত শাহ ফিরে যাবেন। সফরসূচি অনুযায়ী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সকালে ১১টার সময় দিল্লি থেকে বায়ুসেনার বিশেষ বিমানে রওনা দেবেন কলকাতা বিমানবন্দরের জন্য। দুপুর একটা ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। তারপর সেখান থেকে বায়ুসেনার বিশেষ হেলিকপ্টারে করে রেসকোর্স ময়দানে এসে পৌঁছাবেন দুপুর ১:৩৫ মিনিট নাগাদ। রেসকোর্স ময়দানে পৌঁছে তারপর সড়কপথে ধর্মতলার জনসভা স্থলে দুপুর ১টা ৪৫ মিনিট নাগাদ পৌঁছবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
advertisement
আরও পড়ুন– ধর্মতলায় শাহী সমাবেশে থাকছে ‘ড্রপ বক্স’, বাম- ডান সবাইকে ‘আমন্ত্রণ’ বঙ্গ বিজেপির
একটা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত ধর্মতলার সভাস্থলেই থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দুপুর ৩টে ২০ মিনিট নাগাদ রেসকোর্স ময়দান থেকে হেলিকপ্টারে করে কলকাতা বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবেন অমিত শাহ। দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ বায়ুসেনার বিশেষ বিমানে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আপাতত এই সফরসূচি পাঠানো হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। ধর্মতলার বিজেপির সভা নিয়ে প্রথমে এই সভায় অনুমতি দিতে চায়নি কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল বিজেপি। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ বিজেপির এই সভার অনুমতি দিলেও রাজ্য সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করে।
যদিও রাজ্য সরকারের আপত্তি থাকলেও সিঙ্গল বেঞ্চের নির্দেশকেই বহাল রাখে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চনার শিকার হওয়া রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বঞ্চিতদের নিয়ে এসে সভার ডাক দিয়েছে বিজেপি। আর সেই সভায় দেড় ঘণ্টা থাকতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।