TRENDING:

Amit Shah in Kolkata: রবীন্দ্রজয়ন্তীতেই রাজ্যে আসছেন শাহ, জানানো হল সফরসূচি... খতিয়ে দেখা হচ্ছে ব্যবস্থাপনা

Last Updated:

Amit Shah in Kolkata: পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের দিনই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আগামী ৯ মে ‘খোলা হাওয়া’ অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবীন্দ্রজয়ন্তী ভারতের সাংস্কৃতিক ক্যালেন্ডারের এক গুরুত্বপূর্ণ দিন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ৯ মে বিকেল ৫ টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে প্রখ্যাত সামাজিক-সাংস্কৃতিক সংস্থা ‘খোলা হাওয়া’ আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
কলকাতা আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
advertisement

অবশেষে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়কে জানানো হল অমিত শাহের সফরসূচি। পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের দিনই জোড়াসাঁকো ঠাকুরবাড়ি যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি ঘুরে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রায় এক ঘণ্টার সফর সূচি রয়েছে। বিশেষ অনুষ্ঠানের ব্যবস্থা হবে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য?  কীভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য ব্যবস্থাপনা হবে ঠাকুরবাড়িতে? সব খতিয়ে দেখা হচ্ছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার সময় ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ দেখাতে পারে বলেও  আশঙ্কাও করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।

advertisement

আরও পড়ুন-  রাস্তাতেই হাজার হাজার মানুষ ঘিরে ধরলেন অভিষেকের গাড়ি, পরের কাণ্ড চমকে দেবে

আরও পড়ুন- সর্বনাশ! বার্গারের ভিতরে ওটা আবার কী, এক কামড় দিতেই যা কাণ্ডটা হল

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার জন্য জোড়াসাঁকো ঠাকুরবাড়ির অনুষ্ঠান কাটছাঁট করবে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তা অবশ্য সংশ্লিষ্ট জায়গায় জানিয়েছে বিশ্ববিদ্যালয়। রবীন্দ্রজয়ন্তীর দিন রাজ্য সরকারের তরফেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। থাকবেন মুখ্যমন্ত্রী।

advertisement

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডিও।প্রাক্তন সাংসদ (রাজ্যসভা) স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, “কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সংবেদনশীলতা ও ব্যক্তিত্বকে রূপ দিয়েছেন। বাংলার সাহিত্য, শিল্প ও সংস্কৃতিতে তাঁর অবদান অপরিসীম। শ্রী অমিত শাহ এবং শ্রী জি কিষান রেড্ডি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটি জমকালো উদযাপনে যোগদানের জন্য খোলা হাওয়ার আমন্ত্রণ গ্রহণ করেছেন। অমিত শাহ আধুনিক ভারতীয় চিন্তাধারার উপর কবিগুরুর প্রভাব নিয়ে বক্তৃতা দেবেন। অনুষ্ঠানটি দেশের সংস্কৃতি মন্ত্রক ‘আজাদী কা অমৃত মহোৎসব’ উদযাপনের অংশ হিসাবে স্বীকৃতি দিচ্ছে।

advertisement

অনুষ্ঠানটিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সঙ্গে কোহিনূর সেন বরাট এবং তাঁর দলের পরিবেশনা দেখা যাবে। সোমলতা আচার্য এবং উজান মুখোপাধ্যায় রবীন্দ্রসঙ্গীত উপস্থাপন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর এবং তাঁর দল। কবিগুরুর আবৃত্তি পরিবেশন করবেন চন্দ্রিমা রায়। এছাড়াও থাকবে বাংলার সেরা তরুণ প্রতিভাদের নিয়ে গঠিত গায়কদল।

আবীর ঘোষাল

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah in Kolkata: রবীন্দ্রজয়ন্তীতেই রাজ্যে আসছেন শাহ, জানানো হল সফরসূচি... খতিয়ে দেখা হচ্ছে ব্যবস্থাপনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল