নতুন কমিটিকে কেন্দ্র করে তীব্র জল্পনা তৈরি হয়েছে বিজেপি মহলে। বিশেষ করে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলছে বিস্তর আলোচনা। বর্তমানে রাজ্য সাধারণ সম্পাদক পদে রয়েছেন লকেট চট্টোপাধ্যায়, জগন্নাথ চট্টোপাধ্যায়, দীপক বর্মণ, অগ্নিমিত্রা পাল এবং জ্যোতির্ময় সিং মাহাতো। শেষ মুহূর্তের খবর অনুযায়ী, এঁদের মধ্যে অন্তত তিনজন বাদ পড়তে পারেন নতুন টিম থেকে। পাশাপাশি সহ-সভাপতি এবং সম্পাদক পদ থেকেও একাধিক নেতার নাম কাটা পড়তে চলেছে। অন্যদিকে, শমীকের টিমে একাধিক ‘পুরনো’ নেতাকে নতুন দায়িত্বে আনা হবে বলেও খবর। জেলা নেতৃত্বেও বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সূত্রের খবর, অন্তত ১০ জন জেলা সভাপতিকে বদল করতে চলেছে বিজেপি। যদিও সুকান্ত মজুমদারের আমলে ৪৩ সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত হয়, পরবর্তীতে শমীক দায়িত্ব নেওয়ার পর চারটি জেলার সভাপতির নামও ঘোষণা করা হয়। কিন্তু কয়েকজন জেলা সভাপতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ জমা পড়েছিল শমীক ভট্টাচার্যের কাছে। সেই অভিযোগ খতিয়ে দেখে জেলা নেতৃত্বে পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন:সিউড়ির তাঁত মেলায় হাজির অনুব্রত মণ্ডল, জানেন কী কিনলেন কেষ্ট? পড়ুন
আরও পড়ুন:ভিড় নিয়ন্ত্রণে পুজোয় বিশেষ ব্যবস্থা শিয়ালদহ স্টেশনে, মিলবে না গাড়ি পার্কিংয়ের সুবিধা
পুজোর পরই জেলা সভাপতিদের তালিকায় বড়সড় রদবদল হতে পারে বলে দলীয় সূত্রে খবর। তবে সদ্য নির্বাচিত জেলা সভাপতিদের পরিবর্তন করতে গেলে শীর্ষ নেতৃত্বের অনুমতি নিতে হবে, সে দিকেই এখন তাকিয়ে বঙ্গ বিজেপি। সব মিলিয়ে, মহালয়ার পর কলকাতায় অমিত শাহের সফর শুধু দুর্গাপুজোর উদ্বোধন নয়, বঙ্গ বিজেপির সাংগঠনিক সমীকরণে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।