প্রসঙ্গত, রাম মন্দির উদ্বোধনের পর এবার জোর কদমে লোকসভা ভোটের প্রচারে নেমে পড়তে চাইছে বিজেপি। সেই সূত্রেই শুরুতেই অমিত শাহের মতো শীর্ষ নেতাকে প্রচারে এনে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। শেষ ধর্মতলায় যে সভা করেছিলেন অমিত শাহ, সেখানে দুর্নীতি নিয়ে শাহি বাক্যবাণে বিদ্ধ হয়েছিল তৃণমূল নেতৃত্ব। নতুন করে তাঁর বাংলায় আসা মানে কি লোকসভার জন্য রাজ্য নেতৃত্বকে ‘টার্গেট সেট’ করে দেওয়া? উঠছে প্রশ্ন।
advertisement
আরও পড়ুন: ৮ জেলায় ঝেঁপে বৃষ্টি! তাপমাত্রায় কি এবার বিরাট পরিবর্তন? আবহাওয়ার বড় পূর্বাভাস
লোকসভা নির্বাচনকে মাথায় রেখে কর্মীদের বিশেষ বার্তা দিতে পারেন শাহ, এমনটাও শোনা যাচ্ছে। ঠিক করে দিতে পারেন লড়াইয়ের ক্ষেত্রও। এর পর হোটেলে রাজ্যনেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। ওই দিনই রাতে ফিরে যাওয়ার কথা তাঁর।
বাংলার লোকসভা আসনের লক্ষ্যমাত্রার ধারেকাছেও পৌঁছতে পারবে বঙ্গ বিজেপি, দলের অন্দরেই এ নিয়ে প্রশ্ন উঠছে। বঙ্গ বিজেপির অন্দরে আদি-নব্য কোন্দলে এখনও প্রলেপ পড়েনি। রাজ্যনেতাদের ব্যর্থতা ও কাজকর্মে ইতিমধ্যেই বিরক্তি প্রকাশ করেছেন অমিত শাহ। এবার এসে তিনি কী বার্তা দেন, সেটাই এখন দেখার।