সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে নিশানা করে অমিত শাহ বলেন, “আজ থেকে এপ্রিল পর্যন্ত বাংলার জন্য গুরুত্ব পূর্ণ সময়। এপ্রিল মাসে বাংলায় ভোট। কুশাসন ভয় অত্যাচারী অনুপ্রবেশকারী সরকারের জায়গায় ভালো সুশাসন প্রতিষ্ঠা হবে।” এখানেই না থেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী আরও বলেন,”তৃণমূল কংগ্রেস এর ১৫ বছরে কুশাসন ও অনুপ্রবেশকারীদের জন্য বাংলার মানুষ ভয়ে আছে। বাংলার মানুষকে আশ্বাস দিচ্ছি মোদিজীর নেতৃত্বে বাংলায় বিজেপির সরকার তৈরি হলে বিকাশের গঙ্গা তেজের সঙ্গে বইবে। বিকাশ উন্নয়ন হবে গরীব কল্যাণ হবে।”
advertisement
বর্তমান রাজ্য সরকারের আমলে বাংলার বিকাশ থমকে আছে, মানুষের দুর্দশার শেষ নেই বলেও অভিযোগ করেন অমিত শাহ। তিনি বলেন,”এখানে সিন্ডিকেট চলছে। ভয় আর দুর্নীতিতে বাংলায় বাসা বেঁধে আছে। ১৫ই এপ্রিল ২০২৬ এর পর বিজেপির সরকার এলে এখানে বাংলায় পুনর্জাগরণ হবে বাংলা সংস্কৃতির পুনর্জাগরণ হবে। রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমবাবু, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নের বাংলা তৈরি করবে বিজেপি।”
শুধু তৃণমূল কংগ্রেস নয়, ভোটের আগে বাংলা সফরে এসে কংগ্রেস ও বামেদের আক্রমণ করতেও ছাড়েননি অমিত শাহ। বলেন,”বাংলায় একসময় কংগ্রেস সরকার ছিল। সেই পার্টি এখন শূন্য হয়ে গেছে । ৩৪ বছর ধরে রাজত্ব করেছে সিপিআইএম। তারা এখন শূন্য হয়ে গিয়েছে ।” ২০২৬-এ বাংলায় বিজেপি দুই তৃতীয়াংশ আসনে জিতে সরকার গড়বে বলে আত্মবিশ্বাসী শাহ।
