এর জেরে একটি ট্রেন আটকে পড়ে। দ্রুত সেই ট্রেনের যাত্রীদের নামিয়ে আনা হয় ট্রেন থেকে। সেই সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে আত্মহত্যার চেষ্টা করা ওই যাত্রীকে উদ্ধারের চেষ্টা করা হয়। এই ঘটনার জেরে ডাউন লাইনে ময়দান পর্যন্ত চলছে মেট্রো পরিষেবায় আর আপ লাইনে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত চলছে মেট্রো। মেট্রোয় রাতে এই ঘটনার জেরে বিপদে পড়েন যাত্রীরা।
advertisement
চারদিন আগেই কলকাতা মেট্রোয় আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটেছিল। এর জেরেই মঙ্গলবার সন্ধ্যায় বিঘ্ন ঘটে মেট্রো চলাচলে। প্রায় আধঘণ্টা শুধু মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে মেট্রো। সন্ধ্যা ৭টা ৯ নাগাদ আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
আরও পড়ুন: রাত পোহালেই বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, যেতে হবে বিকল্প রুট দিয়ে! কখন থেকে কখন বন্ধ থাকবে?
এর আগেও টালিগঞ্জ থেকে রবীন্দ্রসদনের দিকে যাওয়ার লাইনে আত্মহত্যার জেরে দক্ষিণেশ্বর এবং শহীদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে চলাচলকারী পরিষেবাগুলি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়৷ শহরের যাতায়াত ব্যবস্থার ভরকেন্দ্র হল মেট্রো৷ এর মধ্যে ব্লু লাইন মেট্রোকে কলকাতার ‘লাইফলাইন’ বলা হয়৷ ফলে মেট্রো পরিষেবা ব্যহত হওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা৷ বিশেষত ব্যস্ত সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ভোগান্তির শিকার হন যাত্রীরা।
