বঙ্গ বিজেপি সূত্রের খবর, আগামী ২৮ জানুয়ারি, রবিবার রাত ৯টা ৫৫মিনিটে কলকাতা বিমানবন্দরে নামবে অমিত শাহের বিমান৷ সেখান থেকে সোজা নিউ টাউনের একটি পাঁচতারা হোটেলে যাবেন তিনি৷ সেখানেই রাত্রিবাস৷
সোমবার সকালে হোটেল থেকে বেরিয়ে প্রথমে উত্তর ২৪ পরগনার বরানগরের মহামিলন মঠে যাবেন তিনি৷ সেখানে বিগ্রহ দর্শন এবং নাম সংকীর্তনে অংশ নেবেন৷ সকাল ১১টা নাগাদ মহামিলন মঠ থেকে বেরিয়ে ফের চলে যাবেন হোটেলে৷ সেখানে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে এক ঘণ্টার বিশেষ বৈঠক রয়েছে তাঁর৷
advertisement
আরও পড়ুন: সারাক্ষণ ধরে খুক খুক করে কাশি…কিছুতেই কমছে না? হতে পারে মারণ কোনও রোগ..যা বলছেন ডাক্তার
এরপরে দুপুর দু’টো নাগাদ হোটেল থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর পৌঁছবেন শাহ৷ সেখান থেকে বিএসএফের হেলিকপ্টারে রওনা দিয়ে দুপুর ২ টো বেজে ৫৫ মিনিট নাগাদ পৌঁছবেন পূর্ব মেদিনীপুরের মেচেদার ইসকন ময়দান হেলিপ্যাড গ্রাউন্ডে।
বেলা ৩:০০ টে থেকে বিকেল ৪টে পর্যন্ত মেচেদায় জনসভা করবেন শাহ। তারপর সেখান থেকে বেরিয়ে কলকাতা বিমানবন্দর হয়ে ফিরবেন নিউ টাউনের হোটেলে। বিকেল ৫টা ৪৫মিনিট নাগাদ হোটেল থেকে বেরিয়ে যাবেন সায়েন্সসিটি অডিটোরিয়ামে৷ সেখানে সন্ধে ৬টা ১৫ মিনিট নাগাদ দলীয় সম্মেলন।
আরও পড়ুন: ফের পাল্টি খাচ্ছেন নীতীশ! তুমুল জল্পনা, কোথায় দাঁড়িয়ে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ..যা বললেন মমতা
৬:১৫ থেকে ৭ টা ১৫ পর্যন্ত সায়েন্সসিটিতেই থাকবেন শাহ। এরপর সেখানেই নৈশভোজ করে বাই রোড রাত ৮টা নাগাদ পৌঁছবেন কলকাতা বিমানবন্দরে। সেখান থেকে ফিরে যাবেন দিল্লি।