Mamata Banerjee: ফের পাল্টি খাচ্ছেন নীতীশ? তুমুল জল্পনা, কোথায় দাঁড়িয়ে ‘ইন্ডিয়া’র ভবিষ্যৎ..যা বললেন মমতা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
- Written by:VENKATESHWAR LAHIRI
Last Updated:
এমন পরিস্থিতিতে তাহলে, কোথায় দাঁড়িয়ে থাকছে ‘ইন্ডিয়া’ জোটের গ্রহণযোগ্যতা? নীতীশ কুমারকে নিয়ে জল্পনার মাঝেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বড় দাবি করলেন।
কলকাতা: বিহারে টালমাটাল রাজনীতি! খুব বেশি দিন নয়৷ বছর খানেকের মধ্যেই ফের দিক বদল৷ ২০২২ সালেই বিজেপি-র সঙ্গ ছেড়ে পুরনো বন্ধু আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের সঙ্গে যোগ দিয়েছিলেন নীতীশ৷ মন্ত্রিসভায় ক্রমাগত বিজেপি-র কর্তৃত্ব সহ্য হচ্ছিল না৷ কিন্তু, ছবিটা ১৮০ ডিগ্রি ঘুরে যেতে খুব বেশি সময় লাগল না৷ সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম সূত্রের খবর, দিল্লি থেকে বিজেপি নেতৃত্বের সবুজ সঙ্কেত মিললেই বিহারে ফের নতুন করে বিজেপির সমর্থনে সরকার গড়বেন নীতীশ কুমার৷ সব ঠিক থাকলে রবিবারই হবে মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর চতুর্থবারের শপথ গ্রহণ৷ ইতিমধ্যেই বিহারের রাজ্যপালের কাছে সময় চেয়েছেন নীতীশ৷ এমনকি, বিহার পরিস্থিতি নিয়ে দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক সেরেছেন অমিত শাহরাও৷
পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, পঞ্জাবে আপের অবস্থান এবং একাধিক মন্তব্য ঘিরে গত কয়েকদিন ধরে যথেষ্ট অস্বস্তিতে ছিল কংগ্রেস৷ তবে, বিহার থেকে যে এত বড় ধাক্কা আসবে, তা বোধহয় স্বপ্নেও ভাবতে পারেননি খাড়্গে-রাহুলরা৷ বার বার দলবদলের জন্য ‘পাল্টা কুমার’ তকমা মিললেও, এই নীতীশই ছিলেন দেশজুড়ে তৈরি হওয়া বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্যতম হোতা৷ সেই নীতীশই কিনা লোকসভা ভোটের আগে এভাবে জোটের হাত ছেড়ে দেবেন?
advertisement
advertisement
আরও পড়ুন: ফের পাল্টি নীতীশের? ইন্ডিয়া ছেড়ে আবারও ধরছেন বিজেপি-র হাত, বিহারে জল্পনা তুঙ্গে
এমন পরিস্থিতিতে তাহলে, কোথায় দাঁড়িয়ে থাকছে ‘ইন্ডিয়া’ জোটের গ্রহণযোগ্যতা? নীতীশ কুমারকে নিয়ে জল্পনার মাঝেই এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বড় দাবি করলেন।
advertisement
সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে মমতা জানিয়েছেন, ‘‘নীতীশ কুমার বিজেপির হাত ধরলে জোটে কোনও প্রভাব পড়বে না। বিহারে নীতীশ কুমারের জনপ্রিয়তা কমছে। নীতীশ বিজেপির হাত ধরলে ক্ষতি তো হবেই না, উল্টে লাভ হবে। তেজস্বীদের কাজ করতে সুবিধা হবে।’’
বাংলায় ‘একলা চলো’র নীতির কথা আগেই স্পষ্ট করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার নীতীশ বিজেপির হাত ধরলে ইন্ডিয়া জোটেও তার কোনও প্রভাব যে পড়বে না সেকথাও স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। প্রসঙ্গত, ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে রাজভবনে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই ঘনিষ্ঠ মহলে মমতা এই মন্তব্য করেছেন বলে জানা গিয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
January 26, 2024 7:34 PM IST