TRENDING:

Amit Shah at Sourav Ganguly Residence: ধোকার ডালনাতেই মজলেন অমিত, চাইলেন চার বার! রসিয়ে খেলেন বাঙালি সব পদই

Last Updated:

অমিত শাহ নিরামিষাশী হওয়ায় বিভিন্ন নিরামিষ পদের আয়োজন ছিল৷ ভাত, রুটি এবং লুচির সঙ্গে ছিল আলুর দম, ডাল মাখনি, ধোকার ডালনা, পনির, ভেজিটেবল কাটলেটের মতো পদ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মেনুতে বাঙালি নিরামিষ পদের সম্ভার ছিল৷ কিন্তু সৌরভের বাড়ির নৈশভোজে ধোকার ডালনার স্বাদেই মজলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, খেতে বসে চার বার ধোকার ডালনা চেয়ে খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷
সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহ, রয়েছেন ডোনাও৷
সৌরভের বাড়িতে নৈশভোজে অমিত শাহ, রয়েছেন ডোনাও৷
advertisement

শুক্রবার রাত ৭.৫৭ মিনিটে সৌরভের বেহালার বাড়িতে পৌঁছন অমিত শাহ৷ তাঁর সঙ্গেই ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সাংসদ স্বপন দাশগুপ্তের মতো বিজেপি নেতারা৷ নীচে নেমে এসে পুষ্পস্তবক দিয়ে সৌরভ নিজে অমিত শাহকে স্বাগত জানান৷

আরও পড়ুন: ফুল দিয়ে বরণ সৌরভের, নিজের হাতে খাওয়ালেন ডোনা, বাঙালি মেনুতে মিটল শাহি সাক্ষাৎ

advertisement

বাড়িতে ঢুকে প্রথমে কিছুক্ষণ সৌরভের সঙ্গে হাল্কা কথা বলেন শাহ৷ সঙ্গী বিজেপি নেতারা ছাড়াও সেখানে ছিলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়৷ সৌরভের মা নিরূপাদেবীর সঙ্গেও দেখা করেন তিনি৷ এর পরই নৈশভোজে বসেন অমিত শাহ সহ বিজেপি নেতারা৷ তাঁদের সঙ্গেই নৈশভোজ সারেন সৌরভ এবং স্নেহাশিসও৷ পরিবেশনের ভার হাতে তুলে নেন ডোনা নিজেই৷

আরও পড়ুন: 'মমতা তো একাই পেরেছেন', ৩৫৫-র দাবি নাকচ করে রাজ্য নেতাদের কী পরামর্শ দিলেন শাহ?

advertisement

অমিত শাহ নিরামিষাশী হওয়ায় বিভিন্ন নিরামিষ পদের আয়োজন ছিল৷ ভাত, রুটি এবং লুচির সঙ্গে ছিল আলুর দম, ডাল মাখনি, ধোকার ডালনা, পনির, ভেজিটেবল কাটলেটের মতো পদ৷ সূত্রের খবর, অল্প বিস্তর সব পদ চেখে দেখলেও ধোকার ডালনার স্বাদ বিশেষ পছন্দ হয় অমিতের৷ চার বার ধোকা চেয়ে খান তিনি৷ সবশেষে রসগোল্লা, কাজু বরফি, মিষ্টি দই দিয়ে সম্পন্ন হয় শাহি ভোজ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

জানা গিয়েছে, সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়ের তদারকিতেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য সব পদ রান্না করা হয়৷ তৃপ্তি করে খেতে খেতে রান্নার প্রশংসা করেন অমিত শাহ৷ নৈশভোজ সেরে রাত ৮.৫০ মিনিট নাগাদ সৌরভের বাড়ি ছাড়েন তিনি৷ সৌরভ নিজে নেমে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিদায় জানান৷

বাংলা খবর/ খবর/কলকাতা/
Amit Shah at Sourav Ganguly Residence: ধোকার ডালনাতেই মজলেন অমিত, চাইলেন চার বার! রসিয়ে খেলেন বাঙালি সব পদই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল