প্রসঙ্গত, চলতি মাসেই রাজ্য সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নদিয়া জেলার বেথুয়া ডহরিতে রাজনৈতিক সভা করার পাশাপাশি সাংগঠনিক নেতৃত্বকে নিয়ে করেন বৈঠকও। জে পি নাড্ডার পর এবার বঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
advertisement
কয়েক মাস পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তারপর লোকসভা। তার আগে কেন্দ্রীয় নেতৃত্বের পাখির চোখ বাংলা। আগামী ১২ ফেব্রুয়ারি আমিত শাহর বঙ্গ সফরকে কেন্দ্র করে প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি। বিজেপি সূত্রের খবর, বীরভূম এবং হুগলির সভাস্থল ইতিমধ্যেই চূড়ান্ত করে ফেলেছে গেরুয়া শিবির। প্রশাসনিক অনুমতি চেয়ে সংশ্লিষ্ট দফতরকে দেওয়া হয়েছে চিঠিও।
আরও পড়ুন: রাজ্যপালের 'হাতেখড়ি' অনুষ্ঠান 'বয়কট' শুভেন্দু অধিকারীর! সোশ্যাল মিডিয়ায় লিখলেন 'এই' কারণ
বাংলায় নাগরিকত্ব আইন লাগু হওয়ার ব্যাপারে রাজ্য সফরে এসে আগেই শীঘ্রই সিএএ নাগুর কথা বলেছিলেন অমিত শাহ। এবারের সভা থেকে সিএএ নিয়ে কোনও বার্তা দেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেদিকেই নজর রাজনৈতিক মহলের। বঙ্গ বিজেপির পক্ষ থেকে বারবারই শাসক দল তৃণমূল এবং সরকারের বিভিন্ন দুর্নীতি ও বেনিয়ম নিয়ে সরব হতে দেখা যায় পদ্ম শিবিরকে। সে ব্যাপারেও বাংলার মাটিতে দাঁড়িয়ে কোনও বার্তা দেন কিনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সেটাই এখন দেখার।