এছাড়াও এদিন তিনি সাইকেল র্যালির সূচনাও করেন। স্বাধীনতা সংগ্রামের সময়ে বাঙালি শহিদ বিপ্লবীদের উৎসর্গ করেই এই র্যালির কথা ঘোষণা করেন তিনি। তিনটি ভাগে হবে এই সাইকেল র্যালি। নেতাজি সুভাষচন্দ্র বসু , রাসবিহারী বসু ও বাংলার শহিদদের জন্মভিটেতে এই সাইকেল র্যালি যাবে।
এদিন বার বার তরুণ প্রজন্মের উদ্দেশে বার বার নেতাজিকে স্মরণ করিয়ে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন যুবাদের নেতাজির জীবন ও অবদান সম্পর্কে বই পড়া উচিত। তিনি বলছেন, ওনার জীবনের যাত্রা আপনাদের সকলকে অনুপ্রেরণ জাগাবে। সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিন বড় করে উদযাপন করার যে সিদ্ধান্ত মোদি নিয়েছেন তা দেশে বড় পরিবর্তন আনবে।
advertisement
এদিন অমিত শাহ বার বার মনে করিয়ে দিয়েছেন নেতাজির অবদান সম্পর্কে। তিনি বলেছেন নেতাজির অবদান ভোলার নয়। এছাড়াও পাশাপাশি শহিদ ক্ষুদিরামের অবদান সম্পর্কেও কথা বলেছেন অমিত শাহ। দেশের সেবায় স্বাধীনতা সংগ্রামী শহিদরা কী ভাবে নিজেদের নিমজ্জিত করেছিলেন সেই কথা স্মরণ করিয়েছেন তিনি। যুব সম্প্রদায়কেও দেশের জন্য কাজ করার বার্তা দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে উপস্থিত ছিলেন নরেন্দ্র মোদি। সেদিনও তিনি মনে করিয়ে দিয়েছিলেন নেতাজির অবদান সম্পর্কে।