আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রের দেওয়া দ্বিতীয় চিঠি প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্য়ায় স্পষ্ট বলেন, "আলাপন সৎ কমপিটেন্ট অফিসার। তিনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন। আমাদের সরকার তাঁর পাশে আছে।সব আইএএস, আইপিএস ওনার পাশে রয়েছে। মোদি সরকারের পদক্ষেপ নিয়ে তাঁর মন্তব্য, এটা একটা দায়িত্বজ্ঞানহীন। গায়ের জোরে ওরা নিজেদের স্বার্থপর দৈত্য ভাবছে।"
সংখ্যাগরিষ্ঠতাকে তাচ্ছিল্য করতে মমতা নিয়ে এলেন ইতিহাস। বললেন, "রাজীব গান্ধীরও ৪০০-র বেশি সংখ্যা ছিলো। তিনি তো এমন করেন নি। ক্রমেই যখন বিরোধিদল গুলি একজোট হতে সলতে পাকাচ্ছে, মমতার হুশিয়ারি, আজ ক্ষমতায় আছে, ২০২৪ এ তো ক্ষমতায় নাও থাকতে পারে।"
advertisement
উল্লেখ্য প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত না থাকা নিয়ে আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কেন্দ্রের চিঠি চালাচালির সূত্রপাত। সম্প্রতি কেন্দ্রের তরফে তাঁকে একটি চিঠি দিয়ে একমাস সময় দেওয়া হয়েছে এবং জানতে চাওয়া হয়েছে, কেন তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেবে না কেন্দ্র । ওই চিঠিতে বলা হয়েছে, আলাপন এই শো-কজের জবাব দিতে সশরীরে হাজির হতে পারেন অথবা লিখিতভাবে বক্তব্য পেশ করতে পারেন। অন্যথায় সর্বভারতীয় প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়ার ৬ ও ৮ নম্বর বিধি অনুযায়ী তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করা হতে পারে। এই পদক্ষেপের ফলে অবসরকালীন সুযোগসুবিধে নাও পেতে পারেন আলাপন, এমনটাই ইঙ্গিত দেওয়া হয়েছে ওই চিঠিতে।