জোকা থেকে তারাতলা মেট্রোর প্রথম দিনে ১২ বার মেট্রো চলাচল করছে আপ ও ডাউন মিলিয়ে৷ সকাল ১০'টা থেকে সন্ধ্যা ৬'টা অবধি এই মেট্রো চলাচল করেছে। প্রথম দিনে যাত্রী হয়েছে মোট ৫০০৩ জন৷ এর মধ্যে টোকেন কিনে যাত্রী হয়েছে ৪৪৮৭ জন। স্মার্ট কার্ড কিনে যাত্রী সংখ্যা হয়েছেন ৫১৬ জন। সব মিলিয়ে যাত্রী বাবদ আয় হয়েছে ৭২ হাজার ৩৮৫ টাকা।
advertisement
আরও পড়ুন - Rishabh Pant Accident: ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট নিয়ে জোর জলঘোলা! কারণ ঘিরে নতুন দাবি, বিতর্ক চরমে
তবে আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। এদিন মেট্রো রেলের তরফে জানানো হয়, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর বেলা ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে মিলবে মেট্রো। অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর চলবে মেট্রো।
ফলে আপাতত স্থানীয়রা যে খুব বেশি উপকৃত হবেন না, তা বলাই যায়। অনেকেই যেমন বলছেন, এই মেট্রো চালু হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। কিন্তু এক ঘণ্টা অন্তর মেট্রো চললে বিশেষ লাভ হবে না।জোকা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত গেলে যাত্রীদের কাটতে হবে ২০ টাকার টিকিট। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকাই। এই পরিষেবা চালু ফলে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিবেকাদনন্দ কলেজ, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের মতো জায়গাগুলিতে।