TRENDING:

Joka Taratala Metro: জমজমাট জোকা-তারাতলা মেট্রো! প্রথমদিনের ১২ ট্রিপে রোজগার দারুণ

Last Updated:

এই পরিষেবা চালু ফলে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিবেকাদনন্দ কলেজ, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের মতো জায়গাগুলিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  ১২ বছর অপেক্ষার পরে চাকা গড়িয়েছে মেট্রোর৷ আর তাতেই প্রথম দিনের যাত্রী সংখ্যা দেখে খুশি মেট্রো রেল। প্রতি ট্রিপে গড়ে ছ'হাজার করে যাত্রী হওয়ায় আশার আলো দেখছে মেট্রো৷ তবে অনেকের মতে, প্রথম দিনের মেট্রো চড়ার উৎসাহ থেকে অনেক জন হাজির হন৷ প্রকৃত অবস্থা বোঝা যায় দ্বিতীয় দিন থেকে৷ তাই জোকা-তারাতলা মেট্রো নিয়ে আপাতত ধীরে চল নীতি গ্রহণ করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ।
first day of Joka Taratala metro Service
first day of Joka Taratala metro Service
advertisement

জোকা থেকে তারাতলা মেট্রোর প্রথম দিনে ১২ বার মেট্রো চলাচল করছে আপ ও ডাউন মিলিয়ে৷ সকাল ১০'টা থেকে সন্ধ্যা ৬'টা অবধি এই মেট্রো চলাচল করেছে। প্রথম দিনে যাত্রী হয়েছে মোট ৫০০৩ জন৷ এর মধ্যে টোকেন কিনে যাত্রী হয়েছে ৪৪৮৭ জন। স্মার্ট কার্ড কিনে যাত্রী সংখ্যা হয়েছেন ৫১৬ জন। সব মিলিয়ে যাত্রী বাবদ আয় হয়েছে ৭২ হাজার ৩৮৫ টাকা।

advertisement

আরও পড়ুন -  Rishabh Pant Accident: ঋষভ পন্থের অ্যাক্সিডেন্ট নিয়ে জোর জলঘোলা! কারণ ঘিরে নতুন দাবি, বিতর্ক চরমে

তবে আপাতত এই রুটে আপ-ডাউন মিলিয়ে মেট্রো চলবে মোট ১২টি। সোম থেকে শুক্রবার মিলবে পরিষেবা। শনি ও রবিবার বন্ধ থাকবে মেট্রো চলাচল। এদিন মেট্রো রেলের তরফে জানানো হয়, জোকা থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ১০টায়। এরপর মেট্রো পাওয়া যাবে ১১টা, ১২টা, বেলা ৩টে, ৪টে ও ৫টায়। তারাতলা থেকে প্রথম মেট্রোর সময় সকাল ১০.৩০ মিনিট। এরপর বেলা ১১.৩০, ১২.৩০, ৩.৩০, ৪.৪০ ও ৫.৩০ মিনিটে মিলবে মেট্রো। অর্থাৎ দুই অন্তিম স্টেশন থেকে একঘণ্টা অন্তর চলবে মেট্রো।

advertisement

আরও পড়ুন -  Weather Alert: শৈত্য প্রবাহে কাঁপাকাঁপি, এক ধাক্কায় তাপমাত্রা নামবে কয়েক ডিগ্রি, রইল কলকাতার লেটেস্ট ওয়েদার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফলে আপাতত স্থানীয়রা যে খুব বেশি উপকৃত হবেন না, তা বলাই যায়। অনেকেই যেমন বলছেন, এই মেট্রো চালু হওয়ার জন্য দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। কিন্তু এক ঘণ্টা অন্তর মেট্রো চললে বিশেষ লাভ হবে না।জোকা থেকে বেহালা চৌরাস্তা পর্যন্ত ভাড়া হবে ১০ টাকা। তারাতলা পর্যন্ত গেলে যাত্রীদের কাটতে হবে ২০ টাকার টিকিট। আপাতত এই রুটে সর্বাধিক ভাড়া ২০ টাকাই। এই পরিষেবা চালু ফলে আরও কম সময়ে পৌঁছে যাওয়া যাবে বিবেকাদনন্দ কলেজ, ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালের মতো জায়গাগুলিতে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
Joka Taratala Metro: জমজমাট জোকা-তারাতলা মেট্রো! প্রথমদিনের ১২ ট্রিপে রোজগার দারুণ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল