TRENDING:

স্কুলে শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান বা যে কোনওরকম নেশা বরদাস্ত নয়

Last Updated:

জারি হল শিক্ষকদের জন্য নতুন আচরণ বিধি। লক্ষ্য আদর্শ শিক্ষক গড়া।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: জারি হল শিক্ষকদের জন্য নতুন আচরণ বিধি। লক্ষ্য আদর্শ শিক্ষক গড়া। সম্মান ও সুনাম বজায় রেখে শিক্ষকতা করতে বাইশ দফা আচরণ বিধি মেনে চলতে হবে। তবে বিতর্কের জেরে প্রস্তাবিত এই বিধি কার্যকর করতে গিয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ বাদ দেওয়া হয়েছে। সংবাদমাধ্যমে মুখ খুলতে বা সরকারবিরোধী বক্তব্য প্রকাশ্যে আনতে কোনও অনুমতি নিতে হবে না।
advertisement

একসময় সমাজবন্ধু হিসেবে আলাদা সম্মান পেতেন শিক্ষকরা। বদলে যাওয়া সময়ে যেন সেই দিনেই ফেরার চেষ্টা। আদর্শ শিক্ষক গড়তে চালু হল বিধি।

স্কুলশিক্ষা দফতরের নয়া নির্দেশিকা

---------------------------------

- প্রাইভেট টিউশন করতে পারবেন না শিক্ষকরা

- স্কুলে এবং প্রকাশ্যে তাস বা জুয়া খেলা যাবে না

- স্কুলে এবং প্রকাশ্যে ধূমপান বা অন্য কোনও নেশা বরদাস্ত নয়

advertisement

- পড়ুয়াদের প্ররোচনামূলক, জঙ্গি বা ধর্মীয় কাজে যুক্ত করা যাবে না

- নির্দিষ্ট কমিটির অনুমতি ছাড়া ভোটে প্রতিনিধিত্ব নয়

- শিক্ষক ও প্রধানশিক্ষকদের সম্পত্তির হিসেব দিতে হবে

- কোনও বই লেখার আগে অনুমতি নিতে হবে

- কোনও ব্যবসা বা আর্থিক লেনদেনে যুক্ত হতে পারবেন না

advertisement

- আচরণবিধির খসড়ায় প্রকাশ্যে মুখ খোলায় নিষেধাজ্ঞা ছিল

- বিতর্কের জেরে নতুন নির্দেশিকায় বাদ পড়েছে সেই নিষেধাজ্ঞা

- নয়া নির্দেশিকায় শাস্তির ক্ষেত্রে বোর্ডের কাছে আবেদনের সুবিধা

- শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হলে আবেদন করা যাবে

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

এর পাশাপাশি স্কুলে তাস খেলাও এখন বন্ধ শিক্ষকদের ৷ এই বিধি শিক্ষক ও অশিক্ষক কর্মীদেরই মেনে চলতে হবে। না মানলে প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষক বা অশিক্ষক কর্মীকে শোকজ। শোকজের উত্তর সন্তোষজনক না হলে শাস্তিমূলক ব্যবস্থার কাজ শুরু হবে। সাসপেনশন এমনকী, চাকরিও যেতে পারে। এছাড়াও একাধিক শাস্তির বিধান রয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
স্কুলে শিক্ষকদের প্রকাশ্যে ধূমপান বা যে কোনওরকম নেশা বরদাস্ত নয়