প্রচার তো আছেই, তার সঙ্গেই ধামসা, মাদলের তালে পা মেলালেন আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী মুনমুন সেন। বারাবনির পাঁচগাছিয়ায় কর্মিসভা শুরুর আগে আদিবাসী মহিলাদের মঞ্চে ডেকে তাঁদের সঙ্গে নাচ করলেন। রবিবাসরীয় প্রচারে পাওয়া গেল আর এক তারকা প্রার্থী শতাব্দী রায়কেও। নিজের কেন্দ্রে এবার হ্যাটট্রিকের লক্ষ্যে শতাব্দী। নলহাটি এক ব্লকের বিভিন্ন গ্রামে ছোট ছোট সভা করে প্রচার সারলেন শতাব্দী। প্রচারে বেরিয়ে অন্য রূপে দেখা গেল মালদহ এবং জলপাইগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থীদেরও।
advertisement
চিকিৎসা ছেড়ে ভোটের ময়দানে জলপাইগুড়ির জয়ন্ত রায়। কাঁধে স্টেথোস্কোপ ছেড়ে ভোটের বাজারে হাতে করতাল তুলে নিতে দেখা গেল বিজেপি প্রার্থীকে। কর্মীদের নিয়ে দিনবাজারে গিয়েছিলেন। বাজারের একপাশে বসেছিল কীর্তনের আসর। সেখানেই কীর্তনিয়াদের গানের সাথে সঙ্গ দিলেন তিনি। বেরিয়ে এসে সাংবাদিকদের অনুরোধে গানও গাইলেন বিজেপি প্রার্থী।
পিছিয়ে নেই মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরিও। রবিবার ইংরেজবাজারের বিভিন্ন ওয়ার্ডে প্রচারের ফাঁকে কখনও টোটোয় চড়ে বসলেন, কখনও বা পথচলতি মানুষের সঙ্গে খোশমেজাজে গল্পে মাতলেন। সেই সঙ্গে গানও গাইলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী।