TRENDING:

SFI|| আজ ফের অচল হবে কলকাতা! কলেজস্ট্রিটে SFI-র সর্বভারতীয় জাঠায় লক্ষাধিক জমায়েতের ইঙ্গিত

Last Updated:

All India SFI Jatha meet today 2 September: এসএফআইয়ের সর্বভারতীয় জাঠা শুরু হয়েছে ১ অগাস্ট। মূল স্লোগান 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও'। ১৯ ও ২০ অগাস্ট বাংলায় প্রবেশ করেছে পর পর দুটি জাঠা। ১ সেপ্টেম্বর জাঠা এসে পৌঁছেছে কলকাতায়। আজ শুক্রবার ২ সেপ্টেম্বর কলকাতায় সমাবেশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতাঃ ভারতের ছাত্র ফেডারেশনের জাঠা সারা দেশ ঘুরে কলকাতায় প্রবেশ করেছে বৃহস্পতিবার। ১২ অগাস্ট থেকে পূর্ব ভারতে যাত্রা শুরু করেছিল জাঠা। শুক্রবার তারই সমাপ্তিতে কলেজস্ট্রিটে সমাবেশ করা হবে। যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। এ ছাড়াও সংগঠনের সাধারণ সম্পাদক মৈয়ুখ বিশ্বাস, রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য, সভাপতি প্রতিক উর রহমান, নেত্রী দীপ্সিতা ধর প্রমুখ উপস্থিত থাকবেন।
advertisement

আজ শুক্রবার দুপুর ২টো নাগাদ সমাবেশের কাজ শুরু হবে। তার আগে শ্যামবাজার, সুবোধ মল্লিক স্কোয়্যার, শিয়ালদহ ও হাওড়া স্টেশন থেকে মিছিল ঢুকবে। সংগঠনের নেতৃত্বের দাবি, এতদিন পর্যন্ত যেভাবে প্রচার হয়েছে তাতে জমায়েত ভালই হবে। এসএফআইয়ের সর্বভারতীয় জাঠা শুরু হয়েছে ১ অগাস্ট। মূল স্লোগান 'শিক্ষা বাঁচাও, সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও'। ১৯ ও ২০ অগাস্ট বাংলায় প্রবেশ করেছে পর পর দুটি জাঠা। ১ সেপ্টেম্বর জাঠা এসে পৌঁছেছে কলকাতায়। আজ শুক্রবার ২ সেপ্টেম্বর কলকাতায় সমাবেশ।

advertisement

আরও পড়ুনঃ শিক্ষা-সংবিধান-দেশ বাঁচাতে লড়বে SFI, একান্ত সাক্ষাৎকারে গর্জে উঠল রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য

সংগঠনের তরফে জানানো হয়েছে, ১৯ অগাস্ট কোচবিহারের বক্সিরহাটে প্রবেশ করছে ত্রিপুরা ও অসম হয়ে আসা উত্তর-পূর্ব ভারতের জাঠা। ২০ অগাস্ট পূর্ব মেদিনীপুরের দিঘায় প্রবেশ করছে বিহার, ঝাড়খণ্ড ও ওড়িশা হয়ে আসা পূর্ব ভারতের জাঠা। মোট ২২ জেলায় ঘুরে প্রচার করেছে এই জাঠা। রাজ্যে এই জাঠা ঘোরার সময়ে তার যাত্রাপথে স্পর্শ করেছে রাজনৈতিকভাবে নানা গুরুত্বপূর্ণ জায়গা, শহীদদের বাসস্থান।

advertisement

২ সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিটে অনুষ্ঠিত হবে ছাত্র সমাবেশ। মূলত জাতীয় শিক্ষানীতি ২০২০-এর বিরোধিতা এবং স্বাধীনতার ৭৫ বছরকে সামনে রেখে এসএফআই বাংলার বুকে প্রায় এক কোটি ছাত্রছাত্রীর কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে তৈরি করতে চেয়েছে বিকল্প শিক্ষানীতি। এই শিক্ষানীতি প্রকাশিত হবে ২ সেপ্টেম্বরের মঞ্চে। এই জাঠাকে কেন্দ্র করে সারা মাসজুড়ে একাধিক কর্মসূচি করেছে এসএফআই।

advertisement

আরও পড়ুনঃ হাতে হাত, নতুন সংকল্প শোভন-বৈশাখীর! যুগলের গণেশ পুজোর ছবি এখন চর্চায়

এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেন, "পশ্চিমবঙ্গে ১৪ দিন ধরে ২২ জেলায় ২৫০০ কিলোমিটারের ওপর ভ্রমণ করেছে দুটি ছাত্র জাঠা। পশ্চিমবঙ্গে প্রায় ১৩২টি ছোটবড় সভা ও মিছিল অতিক্রম করেছে জাঠা দুটি। এ ছাড়াও অগণিত কর্মসূচি চলছে এই জাঠাকে ঘিরে। সংগঠনের তরফে ঠিক করা হয়েছিল জাঠার খবর পৌঁছে দেওয়া হবে এক কোটি ছাত্রের কাছে। স্বাধীনতার ৭৫ বছর পালন করছি আমরা। ছাত্র জাঠা স্মরণ করবে আমাদের দেশজ মনীষীদের, স্বাধীনতা সংগ্রামীদের, প্রগতির লড়াইয়ের শহীদদের। সুকান্ত'র লাইন ধার করে বলেছি আমরা - এ দেশের বুকে আঠারো আসুক নেমে।"

advertisement

সৃজন আরও বলেন, "আজ দুটি জাঠা এসে মিলবে ১৫তম দিনে, ২ সেপ্টেম্বর বেলা ১২টায় কলকাতার কলেজ স্ট্রিটে। সাম্প্রতিককালের বৃহত্তম ছাত্র সমাবেশটির মঞ্চ থেকে আমরা জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করার দাবির পাশেই ঘোষণা করব বিকল্প শিক্ষানীতির ড্রাফট। যে শিক্ষানীতি বড়লোকের নয়, সকলের শিক্ষার কথা বলবে। কেন্দ্রীয় স্লোগান ছাড়াও এ রাজ্যের জন্য নিজস্ব স্লোগান স্থির হয়েছে 'এ দেশের বুকে আঠারো আসুক নেমে'।"

কেন্দ্রের পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও আন্দোলন করে চলেছে এসএফআই। এসএসসি-সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ। পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতার ইত্যাদি নিয়ে আরও সুর চড়ানোর কৌশল হাতছাড়া করতে চাইছে না সংগঠনের নেতারা। একই সঙ্গে রাজ্যের এই বিষয়টিকে জাতীয় স্তরে নিয়ে যেতে চাইছেন সংগঠনের নেতৃত্ব। এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ।

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

UJJAL ROY 

বাংলা খবর/ খবর/কলকাতা/
SFI|| আজ ফের অচল হবে কলকাতা! কলেজস্ট্রিটে SFI-র সর্বভারতীয় জাঠায় লক্ষাধিক জমায়েতের ইঙ্গিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল