আরও পড়ুন: শিলাবৃষ্টিতে ফুটো হয়েছে টিনের চাল, ৫ হাজার ত্রিপল চাইলেন বিজেপি বিধায়ক
দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন, "আমরা কমিউনিস্ট ইন্টারন্যাশনালের সাথে যেহেতু নেই সেহুতু পতাকার অংশটুকু পরিবর্তন করলাম। আমরা কৃষক ও শ্রমিকের পাশে দাঁড়িয়ে লড়বো। সুভাষ চন্দ্র ভারতে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন কৃষি এরপরে শিল্প। তাই এটাকেই গুরুত্ব দিয়ে দেখবে দল। অনেকে বিব্রত হচ্ছে এটা শ্রমিক শ্রেণির পার্টি রইল না। বুর্জোয়া গণতান্ত্রিক ব্যবস্থায় একটা পার্টি তৈরি হল। তাঁরা ঠিক ভাবছেন না। সুভাষ চন্দ্র যে বামপন্থী তা নিয়েও প্রশ্ন উঠেছিলো। কিন্তু আজ সেটা দিনের আলোর মতো পরিষ্কার। বরং এখন মানুষ বলছে ভারতীয় বামপন্থার জনক সুভাষ চন্দ্র। দীর্ঘদিন আমরা পতাকায় কাস্তে হাতুড়ি ব্যবহার করেছি আন্তর্জাতিকতার কথা বলেছি। এখনও বলব। সুভাষ চন্দ্রের চাইতে বড় আন্তর্জাতিক বিশ্লেষক ভারতে আজ পর্যন্ত কোনও নেতা জন্মায়নি। তাই এই বিষয়ে তিনিই আমাদের আইকন।"
advertisement
সুদীপ বলেন, "পতাকা পরিবর্তনের যে কারণ নেতারা বলছেন তার কোনও ভিত্তি নেই। নেতৃত্ব নিজেদের সিদ্ধান্ত নিচূতলার উপর চাপিয়ে দিচ্ছে। আমরা এর প্রতিবাদ করেছি। দল দিন দিন ক্ষয়িষ্ণু হচ্ছে অযোগ্য নেতৃত্রের কারণে। আমরাই দলের মধ্যে সংখ্যা গরিষ্ঠ। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। সত্যি কথা বললে শাস্তি দেওয়া হচ্ছে।" আলি ইমরান রামজ বলেন, "নেতৃত্বের মধ্যে অনেকেই দুর্নীতির সাথে যুক্ত। আমরা সবে শুরু করেছি। সেইসব নেতদের মুখোশ টেনে খুলে দেব।"
UJJAL ROY